লালন গীতি
ফকির লালন শাঁহ (Fakir Lalon Shah) লালন গীতি (Lalon Geeti)
লালন (জন্ম: ১৭৭৪ খ্রি. - মৃত্যু: ১৭ অক্টোবর, ১৮৯০ খ্রি.) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ‘বাউল-সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তাঁর গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে।
-
আমি তারে কি আর ভুলিতে পারি
আমার এই মনে
আমি তারে কি আর ভুলিতে পারি
আমার এই মনে।। -
ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই
হিন্দু কি যবন বলে জাতের বিচার নাই
ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই
হিন্দু কি যবন বলে জাতের বিচার নাই।। -
এমন সমাজ কবে গো সৃজন হবে
যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে
এমন সমাজ কবে গো সৃজন হবে।
যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান
জাতি গোত্র নাহি রবে।। -
ভজরে জেনে শুনে
নবী কলমা কলেন্দা আলী হালদাতা
ভজরে জেনে শুনে
নবী কলমা কলেন্দা আলী হালদাতা
ফাতেমা দাতা কি ধন দানে।। -
ব্রজ লীলে একী লীলে
কৃষ্ণ গোপী কারে জানাইলে
ব্রজ লীলে একি লীলে
কৃষ্ণ গোপী কারে জানাইলে॥ -
মন চোরা রে কোথা পাই
কোথা যাই মন আজ কীসে বুঝাই
মন চোরা রে কোথা পাই।
কোথা যাই মন আজ কীসে বুঝাই।। -
এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি
কারও কথা কেউ বলে না আমি একা হই কলঙ্কী
এ গোকুলে শ্যামের প্রেমে
কেবা না মজেছে সখি!
কারও কথা কেউ বলে না
আমি একা হই কলঙ্কী।। -
পার করো দয়াল আমায় কেশ ধরে
পড়েছি এবার আমি ঘোর সাগরে
পার করো দয়াল আমায় কেশ ধরে।
পড়েছি এবার আমি ঘোর সাগরে।। -
সব সৃষ্টি করলো যে জন
তারে সৃষ্টি কে করেছে
সব সৃষ্টি করলো যে জন
তারে সৃষ্টি কে করেছে।
সৃষ্টি ছাড়া কি রূপে সে
সৃষ্টিকর্তা নাম ধরেছে।। -
কি করি কোন পথে যাই
দোটানাতে ভাবছি বসে
কি করি কোন পথে যাই মনে কিছু
ঠিক পড়ে না।
দোটানাতে ভাবছি বসে
ঐ ভাবনা।। -
মন আমার গেল জানা
কারো রবে না এ ধন জীবন যৌবন
মন আমার গেল জানা
কারো রবে না এ ধন জীবন যৌবন
তবে রে কেন এত বাসনা। -
খুলবে কেন সে ধন মালের গ্রাহক বিনে
মুক্তামণি রেখেছে ধনি বোঝাই করে সেই দোকানে
খুলবে কেন সে ধন
মালের গ্রাহক বিনে,
মুক্তামণি রেখেছে ধনি
বোঝাই করে সেই দোকানে।। -
ভুলো না মন কারো ভোলে
রাসুলের দিন সত্য মান ডাক সদাই আল্লা বলে
ভুলো না মন কারো ভোলে।
রাসুলের দিন সত্য মান ডাক সদাই আল্লা বলে।। -
আমার মন চোরারে কোথা পাই
কোথা যাই, ও মন আজ কিসে বোঝাই
আমার মন চোরারে কোথা পাই।।
কোথা যাই, ও মন আজ কিসে বোঝাই
আমার মন চোরারে কোথা পাই।। -
সাঁইর লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে
লীলার যার নাইরে সীমা কোন সময় কোন রুপ সে ধরে
লীলার যার নাইরে সীমা কোন সময় কোন রুপ সে ধরে।
সাঁইর লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে।। -
কোথায় হে দয়াল কান্ডারী
ভবতরঙ্গে এসে কিনারায় লাগাও তরী
কোথায় হে দয়াল কান্ডারী
ভবতরঙ্গে এসে কিনারায় লাগাও তরী।। -
তারে কি আর ভুলতে পারি
মন দিয়েছি যে চরণে
তারে কি আর ভুলতে পারি
মন দিয়েছি যে চরণে। -
মনের বিয়োগ জানে তারা
আশেকে উন্মত্ত যারা
আশেকে উন্মত্ত যারা
তাদের মনের বিয়োগ
জানে তারা।। -
সোনার মানুষ ভাসছে রসে
যে জেনেছে রসপন্থি সে
সোনার মানুষ ভাসছে রসে
যে জেনেছে রসপন্থি
সে দেখিতে পায় অনায়াসে।। -
কেন ডুবলি না মন গুরুর চরণে
এসে কাল শমন বাঁধবে কোন দিনে
কেন ডুবলি না মন গুরুর চরণে
এসে কাল শমন বাঁধবে কোন দিনে।।
পাতা 5 এর 14