বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ইমেইল kushtia.contact@gmail.com অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

ফকির লালন শাঁই

ফকির লালন শাঁই

ফকির লালন শাঁহ (Fakir Lalon Shah) সে দিন ভোর বেলা মওলানা মলম ফজরের নামাজ পড়ে কালীগঙ্গা নদীর দিকে হাওয়া খেতে আসলেন, হটাতই দেখতে পেলেন এক অচেনা সংজ্ঞাহীন যুবক অধঃজলমগ্ন অবস্তায় পড়ে আছে, ছেলেটির মুখে ও শরীরে বসন্ত রোগের দাগ বিদ্যমান। তিনি কাছে গিয়ে দেখলেন ছেলেটি বেঁচে আছে, খুব ধীরলয়ে চলছে শ্বাস-প্রশ্বাস। নিঃসন্তান হাফেজ মলমের বুকের ভেতর হু হু করে উঠল, এ কোন অচেনা যুবক নয়; খোদা যেন তাঁর সন্তানকে ভাসিয়ে এনেছেন তাঁর কাছে। মলম তৎক্ষণাৎ বাড়ি ফিরলেন এবং তাঁর অপর তিন ভাইকে সাথে নিয়ে আসলেন।

এবার চার ভাইয়ে ধরাধরি করে অচেতন যুবককে নিজের বাড়িতে আনলেন। মলম ও মতিজান দিন রাত পরম যত্নে সেবা করতে লাগলেন। দিনে দিনে অচেনা যুবকটির মুখে জিবনের আলো ফিরে এলো। মতিজান জিজ্ঞাসা করলো – বাবা তোমার নাম কি ?

---- ফকির লালন।

  • সে প্রেমের বাড়ি কোথায় বলো বিহারী

    প্রেম প্রেম বলে করি কোর্ট কাচারি

    সে প্রেমের বাড়ি কোথায় বলো বিহারী
    প্রেম প্রেম বলে করি কোর্ট কাচারি।।

  • কী কালাম আনিলেন নবি সকলের শেষে

    রোজা বন্দি সালাত যাকাত পূর্বেও তো জাহের আছে

    কী কালাম আনিলেন নবি সকলের শেষে
    রোজা বন্দি সালাত যাকাত
    পূর্বেও তো জাহের আছে।।
  • আমি কৃষ্ণ হারা হলাম জগতে

    ওগো বৃন্দে ললিতে

    ওগো বৃন্দে ললিতে
    আমি কৃষ্ণ হারা হলাম জগতে।।
  • কি ফুল ফুটেছে প্রেমের ঘাটে

    অপার মহিমা তাঁর ফুলের বটে

    কি ফুল ফুটেছে প্রেমের ঘাটে
    অপার মহিমা তাঁর ফুলের বটে।।
  • ও রসের প্রেম ঘাটেতে

    হাট বেড়িয়ে নাউ বেয়ো না

    ও রসের প্রেম ঘাটেতে
    হাট বেড়িয়ে নাউ বেয়ো না।।
  • আমি তারে কি আর ভুলিতে পারি

    আমার এই মনে

    আমি তারে কি আর ভুলিতে পারি
    আমার এই মনে।।
  • ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই

    হিন্দু কি যবন বলে জাতের বিচার নাই

    ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই
    হিন্দু কি যবন বলে জাতের বিচার নাই।।
  • এমন সমাজ কবে গো সৃজন হবে

    যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে

    এমন সমাজ কবে গো সৃজন হবে।
    যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান
    জাতি গোত্র নাহি রবে।।
  • ভজরে জেনে শুনে

    নবী কলমা কলেন্দা আলী হালদাতা

    ভজরে জেনে শুনে
    নবী কলমা কলেন্দা আলী হালদাতা
    ফাতেমা দাতা কি ধন দানে।।
  • ব্রজ লীলে একী লীলে

    কৃষ্ণ গোপী কারে জানাইলে

    ব্রজ লীলে একি লীলে
    কৃষ্ণ গোপী কারে জানাইলে॥
  • মন চোরা রে কোথা পাই

    কোথা যাই মন আজ কীসে বুঝাই

    মন চোরা রে কোথা পাই।
    কোথা যাই মন আজ কীসে বুঝাই।।
  • এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি

    কারও কথা কেউ বলে না আমি একা হই কলঙ্কী

    এ গোকুলে শ্যামের প্রেমে
    কেবা না মজেছে সখি!
    কারও কথা কেউ বলে না
    আমি একা হই কলঙ্কী।।
  • পার করো দয়াল আমায় কেশ ধরে

    পড়েছি এবার আমি ঘোর সাগরে

    পার করো দয়াল আমায় কেশ ধরে।
    পড়েছি এবার আমি ঘোর সাগরে।।

  • ফরিদা পারভীন লালন সঙ্গীত শিল্পী

    ফরিদা পারভীন (জন্মঃ ৩১ ডিসেম্বর ১৯৫৪ইং) বাংলাদেশের আপামর-সাধারণের কাছে দীর্ঘদিন ধরেই লালন সঙ্গীত এবং ফরিদা পারভীন পরস্পর পরিপূরক এবং অবিচ্ছিন্ন দু'টি নাম। লালন সাঁইজির গানের প্রসঙ্গ উঠলেই বাঙালীর মন-কানে প্রথমেই যাঁর কন্ঠস্বর ও সুর বেজে ওঠে, তা নিশ্চিতভাবেই ফরিদা পারভীনের।

  • সব সৃষ্টি করলো যে জন

    তারে সৃষ্টি কে করেছে

    সব সৃষ্টি করলো যে জন
    তারে সৃষ্টি কে করেছে।
    সৃষ্টি ছাড়া কি রূপে সে
    সৃষ্টিকর্তা নাম ধরেছে।।
  • কি করি কোন পথে যাই

    দোটানাতে ভাবছি বসে

    কি করি কোন পথে যাই মনে কিছু
    ঠিক পড়ে না।
    দোটানাতে ভাবছি বসে
    ঐ ভাবনা।।
  • মন আমার গেল জানা

    কারো রবে না এ ধন জীবন যৌবন

    মন আমার গেল জানা
    কারো রবে না এ ধন জীবন যৌবন
    তবে রে কেন এত বাসনা।

  • খুলবে কেন সে ধন মালের গ্রাহক বিনে

    মুক্তামণি রেখেছে ধনি বোঝাই করে সেই দোকানে

    খুলবে কেন সে ধন
    মালের গ্রাহক বিনে,
    মুক্তামণি রেখেছে ধনি
    বোঝাই করে সেই দোকানে।।

  • ভুলো না মন কারো ভোলে

    রাসুলের দিন সত্য মান ডাক সদাই আল্লা বলে

    ভুলো না মন কারো ভোলে।
    রাসুলের দিন সত্য মান ডাক সদাই আল্লা বলে।।
  • আমার মন চোরারে কোথা পাই

    কোথা যাই, ও মন আজ কিসে বোঝাই

    আমার মন চোরারে কোথা পাই।।
    কোথা যাই, ও মন আজ কিসে বোঝাই
    আমার মন চোরারে কোথা পাই।।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন