Select your language

আমি কৃষ্ণ হারা হলাম জগতে
আমি কৃষ্ণ হারা হলাম জগতে

ওগো বৃন্দে ললিতে

ওগো বৃন্দে ললিতে
আমি কৃষ্ণ হারা হলাম জগতে।।

ও সখীরে চলো চলো বনে যাই
বন্ধুর দেখা নাই
বৃন্দাবন আছে কতো দুর
ছাড়িয়া ভবের মায়া দেহ করিলাম পদছায়া
ললিতে তাঁর পায়ের ধ্বনি শুনিতে।।

আগে সখী পিছে সখী
শত শত সখী দেখি
সব সখীরা কর্ণে দেখি সোনা
নদীর কূলে বাজায় বাঁশি কপালি তিল তুলসী
রাধিকার বন্ধু হয় কোন জনারে।।

বনেরও পশু যারা
আমার থেকে ভালো তারা
সঙ্গে লয়ে থাকে আপন পতিরে
তারা পতির সঙ্গে করে আহার
পতির সঙ্গে করে বিহার
লালন বলে মজে থাকো আপনার পিরিতে।।

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন