ফকির লালন শাঁই
ফকির লালন শাঁহ (Fakir Lalon Shah) সে দিন ভোর বেলা মওলানা মলম ফজরের নামাজ পড়ে কালীগঙ্গা নদীর দিকে হাওয়া খেতে আসলেন, হটাতই দেখতে পেলেন এক অচেনা সংজ্ঞাহীন যুবক অধঃজলমগ্ন অবস্তায় পড়ে আছে, ছেলেটির মুখে ও শরীরে বসন্ত রোগের দাগ বিদ্যমান। তিনি কাছে গিয়ে দেখলেন ছেলেটি বেঁচে আছে, খুব ধীরলয়ে চলছে শ্বাস-প্রশ্বাস। নিঃসন্তান হাফেজ মলমের বুকের ভেতর হু হু করে উঠল, এ কোন অচেনা যুবক নয়; খোদা যেন তাঁর সন্তানকে ভাসিয়ে এনেছেন তাঁর কাছে। মলম তৎক্ষণাৎ বাড়ি ফিরলেন এবং তাঁর অপর তিন ভাইকে সাথে নিয়ে আসলেন।
এবার চার ভাইয়ে ধরাধরি করে অচেতন যুবককে নিজের বাড়িতে আনলেন। মলম ও মতিজান দিন রাত পরম যত্নে সেবা করতে লাগলেন। দিনে দিনে অচেনা যুবকটির মুখে জিবনের আলো ফিরে এলো। মতিজান জিজ্ঞাসা করলো – বাবা তোমার নাম কি ?
---- ফকির লালন।
-
রাছুলকে তা চিনতে নারে
রাছুল পয়দা হলেন আল্লার নূরে
রাছুলকে তা চিনতে নারে।।
-
মন কি ইহাই ভাব আল্লা পাব নবী না চিনে
কারে বলিস নবী দিশা পালিনে
মন কি ইহাই ভাব আল্লা পাব নবী না চিনে।।
-
নবী একি আইন করলেন জারী
পাছে মারা যায় আইন তাই ভেবে মরি
নবী একি আইন করলেন জারী।।
-
হতে চাও হুজরের দাসী
মনে গিল্লাত পোরা রাশি রাশি
হতে চাও হুজরের দাসী
মনে গিল্লাত পোরা রাশি রাশি।। -
পার হবি চুলের সাঁকো কেমন করে
একদিনও পাড়ের ভাবনা ভাবলিনা রে
পার হবি চুলের সাঁকো কেমন করে?
একদিনও পাড়ের ভাবনা ভাবলিনা রে।। -
দিবানিশি থেকোরে সবে মন বা-হুসিয়ারী
রাসূল বলে এ দুনিয়া মিছে ঝাকমারি
রাসূল বলে এ দুনিয়া মিছে ঝাকমারি
দিবানিশি থেকোরে সবে মন বা-হুসিয়ারী।। -
নবীর আইন বোঝার সাধ্য নাই
যার যমন বুদ্ধিতে আসে বলে তাই
নবীর আইন বোঝার সাধ্য নাই।।
-
নবীর তরিকতে দাখিল হলে সকল জানা যায়
কেনরে মন কোলের ঘোরে ঘুরছে ডানে বাঁয়
নবীর তরিকতে দাখিল হলে সকল জানা যায়।।
-
নজর একদিক দিলে আর একদিকে অন্ধকার হয়
নূরে নীরে দুটি নিহার কোনটিরে ঠিক রাখা যায়
নজর একদিক দিলে আর একদিকে অন্ধকার হয়।।
-
যে জানে ফানার ফিকির সেই জানে ফকিরী
ফকির হয় কি করলে নাম জিকির
যে জানে ফানার ফিকির সেই জানে ফকিরী।।
-
নবিজী মুরিদ কোন ঘরে
কোন কোন চার এয়ারে এসে চাঁদোয়া ধরে
নবিজী মুরিদ কোন ঘরে।।
-
নূরের ভেদ বিচার জানা উচিত এবার
নবীজী আর নিরূপ খোদার নূর কি প্রকার
নূরের ভেদ বিচার জানা উচিত এবার।।
-
মুরশিদ জানায় যারে সেই জানিতে পায়
জেনে শুনে রাখে মনে সে কি কারো কয়
মুরশিদ জানায় যারে সেই জানিতে পায়
জেনে শুনে রাখে মনে সে কি কারো কয়।। -
ইবলিছের সেজদার ঠাঁই ছেড়ে চাই সেজদা করা
হুজুরী নামাজের আইন এমনি ধারা
ইবলিছের সেজদার ঠাঁই ছেড়ে চাই সেজদা করা
হুজুরী নামাজের আইন এমনি ধারা।। -
খাকি আদমের ভেদ পশু কি বোঝে
আদমের কালেবে খোদা খোদে বিরাজে
খাকি আদমের ভেদ পশু কি বোঝে
আদমের কালেবে খোদা
খোদে বিরাজে।। -
করিয়ে বিবির নিহার রাছুল আমার কৈ ভুলেছে রব্বানা
জাত ছেফাতে দোস্তি করে, কেউ কারেও ভুলেতে পারেনা
করিয়ে বিবির নিহার রাছুল আমার কৈ ভুলেছে রব্বানা
জাত ছেফাতে দোস্তি করে
কেউ কারেও ভুলেতে পারেনা।। -
যে দিন ডিম্বভরে ভেসেছিলেন সাঁই
কে হল তাহার সঙ্গী,কাহারে সুধাই
যে দিন ডিম্বভরে ভেসেছিলেন সাঁই
কে হল তাহার সঙ্গ
কাহারে সুধাই।। -
যে জন সাধকেরই মূল গোড়া
বে মুরিদ বে-তালিম সে-ত,ফিরছে সদায় বেদ ছাড়া
যে জন সাধকেরই মূল গোড়া
বে মুরিদ বে-তালিম সে-ত
ফিরছে সদায় বেদ ছাড়া।। -
তরিকাতে দাখেল না হলে
শরিয়ত হবে সিদ্ধি পড়বি গোলেমালে
তরিকাতে দাখেল না হলে
শরিয়ত হবে সিদ্ধি পড়বি গোলেমালে।। -
মুরশিদ রং মহলে সদায় ঝলক দেয়
যার খুলেছে মনের কপাট সেই দেখিতে পায়
মুরশিদ রং মহলে সদায় ঝলক দেয়
যার খুলেছে মনের কপাট সেই দেখিতে পায়।।
পাতা 4 এর 17