Select your language

ও রসের প্রেম ঘাটেতে
ও রসের প্রেম ঘাটেতে

হাট বেড়িয়ে নাউ বেয়ো না

ও রসের প্রেম ঘাটেতে
হাট বেড়িয়ে নাউ বেয়ো না।।

তুমি আইন জানো না
বললেও মানো না।।

নতুন রাজা এলো নদিয়াতে
প্রেমের ঘাটে উৎসব করিতে।।

তুমি জানো না সে খবর
করলে জোর জবর
উচিত সাঁজা বাঁচিবে না।।

প্রেমের ঘাটে রাজা নিতাই
রাঁধা রসোবতি জানে গো তাই।।

সে ঘাটে পরলি দায় মারে
এমন কাজ তুমি আর করো না।

সেই যে ঘাটে মরেছিল শ্যামোরায়
তোমার চালান হবে নদিয়ার জেলায়।।

ফকির লালন বলে আমার কপালে
কি জানি হয় কি ঘটনা।

শিল্পীঃ- রুপম বাউল

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন