বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ক্লিক করুন অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

আধ্যাত্মিক সাধক মনসুর শাহ চিশতী
আধ্যাত্মিক সাধক মনসুর শাহ চিশতী

আধ্যাত্মিক সাধক চিশতীয়া নিয়ামীয়া তরিকার পীর মনসুর শাহ্ চিশতী। ইলমে মারেফাতের জগতে তিনি উচ্চতর ব্যক্তি হিসেবে পরিচিত। আধ্যাত্মিকতার মাধ্যমে তিনি দেশে বিদেশে ভক্ত অনুরাগীদের মাঝে এখনও বেঁচে আছেন।

তার প্রায় লক্ষাধিক শীর্ষ রয়েছে। বাংলাদেশ ছাড়াও পশ্চিম বাংলাতে তার বহু শিষ্য রয়েছে। তার জন্ম ১৮৭১ সালে কুষ্টিয়ার মজমপুর ইউনিয়নের উদিবাড়ী গ্রামে। তার পিতার নাম-হাদি উদ্দিন। ১৯৮৭ সালে তার মৃত্যুর পর ১৯শে পৌষ ওফাৎ দিবস ও ৩রা চৈত্র, ২১শে আশ্বিন অনুষ্ঠান হয়ে থাকে। দিবসগুলোতে উদিবাড়ী দায়রা পাক দরবার শরীফে আলোচনা সভা ও ওয়াজ মাহফীলের আয়োজন করা হয়।

মাজারের খাদেম মেজবাউর রহমান জানান, অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে তার অনেক ভক্ত অনুরাগীরা সমবেত হয়। এছাড়াও তার মাজার দর্শনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষের আগমন হয়। তবে মনসুর শাহের মাজার কেন্দ্রিক কোন ধরনের শিরক বিদআতী কার্যক্রম যেমন কবর সেজদাসহ কোন শরীয়ত বিরোধী কর্মকান্ড হয় না। তার মৃত্যুর পর মনসুর শাহের সন্তান রুহুল আলম চিশতী গদিনশীন পীর হিসাবে দায়িত্ব পালন করছেন। মনসুর শাহের লিখিত ২১টি গ্রন্থ এলমে মারেফাতের অনন্য কিতাব হিসাবে ব্যাপক সুনাম অর্জন করেছে।

এর মধ্যে ছেররোল কোরআন, স্বর্গীয় প্রেম, তৌহিদে এলাহী, হাদিস পরিচয়, আশেকে রাসুল (সাঃ), নামাজ পরিচয়, নামাজের গুপ্ত পরিচয়, রত্নমালা, মুক্তির আলো, রোজার পরিচয়, ইচিৎ বাণী বা খোদা প্রাপ্তির পথে, মারেফতের চাবুক, জ্ঞান সিন্ধু, দেওয়ান শরীফ, অন্ধের চুদান, সত্যের আলো, কর্ত্তব্য পালন, আমপারার কাব্যানুবাদ, শেজারায়ে তায়েবা, আল্লাহ প্রদত্ত কোরআন কৈ, নেয়ামতে খোদা, আসরার এলাহী, মনসুরের বানী, রদ্দে বদগুমান, হাক্কোল মোবিন উল্লেখযোগ্য।

কিভাবে যাওয়া যায় মনসুর শাহ্ মাজার:

কুষ্টিয়া মজমপুর গেট হতে রিক্সা, ভ্যান, অটোরিক্সায় উদিবাড়ী গ্রামে শাহ্ সুফী মনছুর শাহ্ এর মাজারে আসা যায়।

অবস্থান:

কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ী গ্রাম।

Comments  
আমি কি আপনার মাধ্যমে বই টা পেতে পারি কিভাবে পাব সেটা একটু জানালে খুব ভালো হতো
আমি বহু দিন থেকে মনসুর শাহ চিশতির লিখা বই গুলো খুজেছি কিন্তু পাইনাই। আমি আসাম (ভারত) থেকে বলছি। যদি আপনার এখানে মারিফাতের এই বই গুলো - ছেররোল কোরআন ,নামাজের গুপ্ত পরিচয়, নামাজ পরিচয় ,অন্দের চখুদান, রত্ন মালা, মনছুরের বাণী,গঞ্জে তৌহিদ,ইত্যাদি।বই গুলো থাকে তাহলে আপনার যোগাযোগ নম্বর দিবেন বা আমার মবাইল - 7664964353/7896395101
Add comment

কুষ্টিয়া সম্পর্কিত তথ্য

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন
আমরা কুকিজ ব্যবহার করি
আমরা আমাদের ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করি। তাদের মধ্যে কিছু সাইট পরিচালনার জন্য অপরিহার্য, অন্যরা আমাদের এই সাইট এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে (কুকিজ ট্র্যাক করা)। আপনি কুকিজকে অনুমতি দিতে চান কিনা তা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। দয়া করে মনে রাখবেন যে আপনি যদি সেগুলি প্রত্যাখ্যান করেন তবে আপনি সাইটের সমস্ত কার্যকারিতা ব্যবহার করতে পারবেন না।