Kushtia District
সাহিত্য ও সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত কুষ্টিয়া জেলার উত্তর পশ্চিম এবং উত্তরে পদ্মা নদীর অপর তীরে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা, দক্ষিণে ঝিনাইদহ জেলা, পশ্চিমে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা এবং ভারতের নদীয়া ও মুর্শিদাবাদ জেলা এবং পূর্বে রাজবাড়ী জেলা অবস্থিত। ভারতের সাথে কুষ্টিয়ার ৪৬.৬৯ কিলোমিটার সীমান্ত এলাকা আছে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কুষ্টিয়া শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে বাংলাদেশকে করেছে সমৃদ্ধ। এছাড়াও বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেন এবং বাউল সম্রাট লালনের তীর্থভূমি, পুরাতন কুষ্টিয়া হাটশ হরিপুর গ্রামে গীতিকার, সুরকার ও কবি আজিজুর রহমানের বাস্ত্তভিটা ও কবর, এ জনপদে জন্মগ্রহণকারী বিশিষ্ট কবি দাদ আলী, লেখিকা মাহমুদা খাতুন সিদ্দিকা, ‘‘এই পদ্মা এই মেঘনা’’ গানের রচয়িতা আবু জাফর, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান, কুষ্টিয়ার সাহিত্য ও সংস্কৃতির প্রতিষ্ঠাতা কাঙাল হরিণাথ, নীল বিদ্রোহের নেত্রী প্যারী সুন্দরী, স্বদেশী আন্দোলনের নেতা বাঘা যতিন, প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকী, সঙ্গীত শিল্পী মোঃ আব্দুল জববার, ফরিদা পারভীনসহ অসংখ্য গুণীজনের পীঠস্থান কুষ্টিয়াকে সমৃদ্ধ করেছে।
অবস্থিত:
২৩,২৯০-২৪, ১৩০ উত্তর অক্ষাংশ, এবং ৮৮,৩৪০-৮৯.২২০ পুর্ব দ্রাঘিমাংশ।
সীমানা:
উত্তরে - পাবনা, নাটোর এবং রাজশাহী জেলা, দক্ষিনে - ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা, পুর্বে – রাজবাড়ী জেলা,পশ্চিমে – চুয়াডাঙ্গা,মেহেরপুর ও ভারতের পশ্চিমবঙ্গ
আয়তন:
১৬৮২.২৮ বর্গ কিলোমিটার।
লোকসংখ্যা:
১৫.৭৩.৯৯২ জন তন্মধ্যে – পুরুষ – ৮.২৭.৭৯২ জন,মহিলা –৭.৪৬.১০৮ জন।
আয়তন:
১৬৮২.২৮ বর্গ কিলোমিটার।
পৌরসভা:
৫টিঃ- কুষ্টিয়া, কুমারখালী, খোকসা, ভেড়ামারা, মিরপুর।
শিক্ষিতের হার:
শতকরা ২৭.৯ তন্মধ্যে – পুরুষ -৩২.০% মহিলা – ২১.৭%।
কুষ্টিয়া জেলার মোট জমি:
১.৬৮.২২৮ হেক্টর। তন্মধ্যে [ক] আবাদী জমি – ১.১৭.৬৫৪ হেক্টর, [খ] সেচকৃত – ৪৮.৭২৫ হেক্টর ।
প্রধান ফসল:
ধান, গম, ইক্ষু, পাট, তুলা, সুর্যমুখি, ভুট্টা, তামাক ইত্যাদি।
বৃহৎ শিল্প প্রতিষ্ঠান:
কুষ্ঠিয়া সুগার মিলস লিমিটেড, কুষ্টিয়া টেক্সটাইল মিলস লিমিটেড, নর্দান জুট ম্যাঃ কোং, রেনউইক এন্ড যজ্ঞেশ্বর ইঞ্জিনিয়ারিং কোং, মোহীনি মিলস লিঃ ১৯৮২ সালের ৫ই ফেব্রুয়ারী বিএনপি [ রাষ্ট্রপতি জাস্টিস আব্দুস সাত্তার ] এর আমল থেকে বন্ধ, বি আর বি কেবল ইন্ডাষ্ট্রিজ লিঃ, এম আর এস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, কিয়াম মেটাল ইন্ডাঃ লিঃ, নর্থ বেঙ্গল প্লাস্টিক ইন্ডাঃ লিঃ, পারফেক্ট টোবাকো কোং লিঃ, বি এ টি সি লিঃ, নাসির টোবাকো ইন্ডাঃ লিঃ, শিলাইদহ ডেইরী, ইষ্ট ওয়েষ্ট কেমিক্যালস লিঃ, ইষ্টার্ন ফেব্রিক্স ইন্ডাষ্ট্রিজ লিঃ, বুলবুল টেক্সটাইল লিঃ, হ্যান্ডলুম প্রসেসিং সেন্টার, রানা টেক্সটাইল লিঃ, রশিদ মিনারেল ইন্ডাষ্ট্রিজ লিঃ, মডার্ন টেক্সটাইল ইন্ডাষ্ট্রিজ লিঃ।
সড়ক ও জনপথ:
পাকা রাস্তা – ২২৯.৮ কিঃ মিঃ, আধাপাকা রাস্তা – ১৬৬.৫০ কিঃ মিঃ, কাঁচা রাস্তা – ২২০৫.৮ কিঃ মিঃ, রেল পথ – ৯০ কিঃ মিঃ
প্রধান নদী:
পদ্মা, গড়াই, হিসনা, ডাকুয়া, সাগরখালী, চন্দনা, কালীগঙ্গা ।
ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান :
১৭৭ টি, রাইস মিল ৪০০ টি ।
কুটির শিল্প প্রতিষ্ঠান:
৫৪৮৫ টি ।
বৃহৎ প্রকল্প:
গঙ্গা কপোতাক্ষ প্রকল্প [ সেচ প্রকল্প ], বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ১ টি ।
শিশু পার্ক:
২ টি ।
ঐতিহাসিক স্থানসমুহ:
ক] কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহের কুঠিবাড়ী।
খ] ছেউড়িয়াস্থ বাউল সম্রাট লালন সাহ এর মাজার।
গ] লাহিনীপাড়ায় বিষাদসিন্ধুর লেখক সুসাহিত্যিক মীর মশাররফ হোসেনের বাস্তভিটা।
ঘ] ঝাউদিয়ার শাহী মসজিদ।
ঙ] হার্ডিঞ্জ ব্রীজ।
চ] গড়াই ব্রীজ রেলপথ।
ছ] মথুরানাথ প্রেস [ কাঙ্গাল কুঠির ]
জ] লালন শাহ সেতু।
ঝ] গড়াই সেতু সড়ক।
ফার্ম:
ডেইরী ফার্ম – ৬৩ টি, পোল্ট্রি ফার্ম – ৭৫০ টি।
মৎস্য হ্যাচারী:
সরকারী ১ টি, বেসরকারী ২৫ টি, মোট উৎপাদন – ১০.০০.০০০ মেট্রিকটন।
বৃহৎ খামার:
আমলা কৃষি খামার।
কুষ্ঠিয়া জেলার থানাওয়ারী ইউনিয়ন সমুহ :
সদর ১ – হরিনারায়নপুর, উজানগ্রাম, আলামপুর, মনোহরদিয়া, আব্দালপুর, ঝাউদিয়া, জগতি, আইলচারা, গোস্বামী দুর্গাপুর, পাটিকাবাড়ি, মজমপুর, হাটশ হরিপুর, বারখাদা, জিয়ারখী।
দৌলতপুর ২ – রামকৃষ্ণপুর, প্রাগপুর, মথুরাপুর, চিলমারী, বোয়ালিয়া, আদাবাড়িয়া, খলিশাকুন্ডি, আড়িয়া, ফিলিপ নগর, দৌলতপুর, হোগলবাড়ীয়া, পিয়ারপুর, মরিচা, রিফাইতপুর।
মিরপুর ৩ – চিথলিয়া, বহলবাড়িয়া, তালবাড়িয়া, বারুইপাড়া, আমলা, সদরপুর ছাতিয়ান, পোড়াদহ, কুর্ষা, মালিদহ, আমবাড়ীয়া, মিরপুর পৌরসভা, ফুল বাড়ীয়া।
কুমারখালী ৪ – যদুবয়রা, পান্টি, চাদপুর, বাগুলাট, সাদকি, জগন্নাথপুর, কয়া, নন্দিলালপুর, শিলাইদহ, চাপড়া, কুমারখালী পৌরসভা।
ভেড়ামারা ৫ – বাহাদুরপুর, বাহিরচর, মোকারিমপুর, ধরমপুর, জুনিয়াদহ, চাদগ্রাম, ভেড়ামারা পৌরসভা।
খোকসা ৬ – খোকসা, সমসপুর, জানিপুর, আমবাড়ী, গোপালগঞ্জ, জয়ন্তহাজরা, ওসমানপুর, বেতবাড়ীয়া, শিমুলিয়া, খোকসা পৌরসভা।