Select your language

রসূলকে চিনলে পরে খোদা চেনা যায়
রসূলকে চিনলে পরে খোদা চেনা যায়

রূপ ভাঁড়ায়ে দেশ বেড়ায়ে গেলেন সেই দয়াময়

রসূলকে চিনলে পরে খোদা চেনা যায়
রূপ ভাঁড়ায়ে দেশ বেড়ায়ে গেলেন সেই দয়াময়।।

জন্ম যার এই মানবে
ছায়া তাঁর পড়ে না ভূমে
দেখ দেখি ভাই বুদ্ধিমানে
কে আইল মদিনায়।।

মাঠে-ঘাটে রসুলেরে
মেঘে রয় সে ছায়া ধরে
দেখ দেখি লেহাজ করে
জীবের কি সেই ধৈর্য হয়।।

আহম্মদ নাম লিখিতে
মিম হরফ হয় নফি করতে
সিরাজ সাঁই কয় লালন তাঁতে
তোকে কিঞ্চিৎ নজির দেখায়।।

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন