Select your language

পোষা পাখী উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে
পোষা পাখী উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে

সে আমারে ভুলবে কেমনে সজনী একদিন ভাবি নাই মনে

পোষা পাখী উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে
সে আমারে ভুলবে কেমনে সজনী একদিন ভাবি নাই মনে।।

খেলতো পাখী সোনালী খাঁচায়
কতো কি বলিতো আমায়
বসে রূপালী আড়ায়
ফটিকের বাতি ভরে তাঁরে খাবার দিতাম থরে থরে
নিঠুর পাখী আমার খেতো আনমনে।।

জংলি পাখী করলো সর্বনাশ
শুধু করি হাই হুতাস
কোথায় করবো তাঁর তালাশ
বনের পাখী বনে গেল
দিল আমার বুকে দারুণ শেল
নিঠুর পাখী আমার গেল কোন বনে
আমি পাখীর মায়া ভুলবো কেমনে।।

আগে যদি জানতাম পাখির মন
পাখি আমার করিবে এমন
ওরে জানলে দিতাম না এ মন
কে এমন দরদী আছে
বলে দিবি পাখির সন্ধান আমার কাছে
পাখি আমার গেলো কোন বনে।।

পাখীর মায়ায় পড়ে কতো লোক
তারা পেল আমার মত শোক
তাদের জল ভরা দুই চোখ
অসীম গহীন বনের পাখী
তারে আপন বলে কেন ডাকি
পাগল বিজয় কান্দে পাখীর সন্ধানে
পাগল বিজয় কান্দে বসে বিজনে।

কথাঃ- বিজয় সরকার
শিল্পীঃ- বলাই চন্দ্র সরকার

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন