নিজের মনকে করলাম সোজা বিবির মনে গোল রইলো
নিজের মনকে করলাম সোজা
বিবির মনে গোল রইলো
নামাজ আদায় কই হইলো আমার।।সরাসরি শরীয়ত মতে, বিবি যায় না সেই পথে
নিষেধ করলে করে আড়ি, যায় সে মাঠে-ঘাটে
শরীয়ত-মারফত সকল নষ্ট, বিবি আমার করিলো।।বিবি যে বেপর্দা হলে, ধর্ম যায় রে রসাতলে
নামাজ আদায় হয়না, নবীর ফতোয়াই বলে
আহা মরি হায় কি করি, বিবি কি বুঝায় বলো।।সুরা আলিফ লামেবিছে, খোদা নিজেই বলেছে
যার শরীরে মোহর মারা সে বুঝিবে কিসে
সিরাজ সাই কই অবুঝ লালন
নবীর দিনের লোক ভালো।।
শিল্পীঃ- রব ফকীর