Select your language

নামাজ আদায় কই হইলো আমার
নামাজ আদায় কই হইলো আমার

নিজের মনকে করলাম সোজা বিবির মনে গোল রইলো

নিজের মনকে করলাম সোজা
বিবির মনে গোল রইলো
নামাজ আদায় কই হইলো আমার।।

সরাসরি শরীয়ত মতে, বিবি যায় না সেই পথে
নিষেধ করলে করে আড়ি, যায় সে মাঠে-ঘাটে
শরীয়ত-মারফত সকল নষ্ট, বিবি আমার করিলো।।

বিবি যে বেপর্দা হলে, ধর্ম যায় রে রসাতলে
নামাজ আদায় হয়না, নবীর ফতোয়াই বলে
আহা মরি হায় কি করি, বিবি কি বুঝায় বলো।।

সুরা আলিফ লামেবিছে, খোদা নিজেই বলেছে
যার শরীরে মোহর মারা সে বুঝিবে কিসে
সিরাজ সাই কই অবুঝ লালন
নবীর দিনের লোক ভালো।।

শিল্পীঃ- রব ফকীর

Add comment
এমন মত প্রকাশ করবেন না, যেটা সমাজ এবং রাষ্ট্র বিরোধী।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন
আমরা কুকিজ ব্যবহার করি
আমরা আমাদের ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করি। তাদের মধ্যে কিছু সাইট পরিচালনার জন্য অপরিহার্য, অন্যরা আমাদের এই সাইট এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে (কুকিজ ট্র্যাক করা)। আপনি কুকিজকে অনুমতি দিতে চান কিনা তা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। দয়া করে মনে রাখবেন যে আপনি যদি সেগুলি প্রত্যাখ্যান করেন তবে আপনি সাইটের সমস্ত কার্যকারিতা ব্যবহার করতে পারবেন না।