Select your language

অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়
অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়

অমাবস্যা নাই সে চাঁদে দ্বিদলে আর কিরণ উদয়

অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়।
অমাবস্যা নাই সে চাঁদে দ্বিদলে আর কিরণ উদয়।।

যেথা রে সেই চন্দ্রের ভুবন
দিবারাত্রি নাই অন্বেষণ
কোটি চন্দ্র জিনি কিরন
বিজলী সঞ্চারে সদাই।।

বিন্দু মাঝে সিন্দুবারি
মাঝখানে তার স্বর্ণগিরি
অধরচাঁদের স্বর্গপুরী
সেহি তো তিল প্রমাণ জাগায়।।

দরশনে দুঃখ হরে
পরশনে সোনা করে
এমনি সে চাঁদের মহিমে
লালন ডুবে ডোবে না তায়।।

শিল্পীঃ- সাধন দাস বৈরাগী

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন