Select your language

আকার কি নিরাকার সাঁই রাব্বানা
আকার কি নিরাকার সাঁই রাব্বানা

আহাদ আহাম্মদের বিচার হলে যায় জানা

আকার কি নিরাকার সাঁই রাব্বানা।
আহাদ আহাম্মদের বিচার হলে যায় জানা।।

খুদিতে বান্দার দেহে
খোদা সে লুকায়ে
আলিফে মিম বসায়ে
আহাম্মদ নাম হল সে জানা।।

আহাম্মদ নামে দেখি
মিম দিয়ে মিম করে নফি
মিম গেলে আহাদ বাঁকি
আহাম্মদ নাম থাকে না।।

এই পদের অর্থ ঢ়ুঁড়ে
কারো জান বসবে ধরে
কেউ বলে লালন ভেড়ে
ফাকড়ামো বই বোঝে না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন