নূরে নীরে দুটি নিহার কোনটিরে ঠিক রাখা যায়
নজর একদিক দিলে আর একদিকে অন্ধকার হয়।।
নূরে নীরে দুটি নিহার
কোনটিরে ঠিক রাখা যায়।।নবী আইন করলেন জগৎ জোড়া
সেজদা হারাম খোদা ছাড়া
মুরশিদ বরজখ সামনে খাড়া
সেজাদার সময় থুই কোথায়।।শোগল রাবেতা বলে
বরজখ লিখে দলিলে
কারে থুয়ে কারে নিলে
একমনে দুই কৈ দাঁড়ায়।।যদি বিলায়েতে হতো বিচার
ঘুচে যেত মনের অন্ধকার
লালন ভেড়ো এবার ওধার
দুই ধারেতে খাবি খায়।।