বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ক্লিক করুন অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

ফুল-ফাগুনে - কবি আজিজুর রহমান
ফুল-ফাগুনে - কবি আজিজুর রহমান

ফাগুনে ফুল-বনে রূপেরই খেলা,
পাপড়ি-পাতায় হাসি খুশীর মেলা।

আজ গরবিনী ধরা
গানে ও গন্ধে ভরা
যৌবন-মদ পিয়ে নৃত্যপরা
সুন্দর, ঘাটে তার ভিরিয়েছে ভেলা।

শীতের কুহেলী ঘেরা ওড়নাখানি
মদির আঁখিতে বুঝি, প্রকৃতি রানী
কার আগমনে ধ’রা
তার ত্যাজিয়াছে জব
শোভাময়ী সুন্দরী-রুপে গানে ভরা
অবাক হয়েছে মন, মুখে নাই বানী!

গোলাপ-কুঁড়ি –মুখে সলাজ হাসি
ভোমরা কাজল গান গোপনে আসি।

বয় দক্ষিণ হাওয়া
যেন গজল গাওয়া
পরান আকুল সেই সুরের ছোঁওয়া
মশগুল করে তাঁর ফাল্গুণী বাঁশি।

ফাগুনে দুনিয়াতে ফুল ও ফসল
যাদুকর দিলো এনে চল-চঞ্চল?

শুধু বুকেতে আমার
জাগে বেদনা আপার
পাইনি দেখা আমি প্রিয় সে সখার
ফাগুন বৃথাই যার আমারই কেবল!

অধরা মায়াবী জানি, দেবে না ধরা,
জীবন-পেয়ালা নিয়ে বিরহে ভরা।

আসে পারের ভেলা
ভাবি, ফুরালো খেলা।

কে যেন ডাকিছে, আয় ভেঙেছে মেলা
মরনের পারে আয়-চলে আয় ত্বরা।

#ফাগুন! শুকিয়ে গেল-ফুল- বীথিকা
একটু পরশ বিনা গাঁথা মালিকা,

নামে সন্ধ্যা ছবি, চায় বিদায় কবি
জীবন-পারে যদি সখারে লভি
জীবন নাটকে নেমে শেষ যবনিকা।

Add comment

ইতিহাস এর নতুন প্রবন্ধ

রমজান সম্পর্কে মজার তথ্য
রমজান সম্পর্কে মজার তথ্য

রমজান সম্পর্কে মজার তথ্য

  • Sub Title: আপনি কি জানেন রমজান মাসে দান করার সওয়াব বেশি?

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন
আমরা কুকিজ ব্যবহার করি
আমরা আমাদের ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করি। তাদের মধ্যে কিছু সাইট পরিচালনার জন্য অপরিহার্য, অন্যরা আমাদের এই সাইট এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে (কুকিজ ট্র্যাক করা)। আপনি কুকিজকে অনুমতি দিতে চান কিনা তা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। দয়া করে মনে রাখবেন যে আপনি যদি সেগুলি প্রত্যাখ্যান করেন তবে আপনি সাইটের সমস্ত কার্যকারিতা ব্যবহার করতে পারবেন না।