বাউল
বাউল (Baul) একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। এই মতের সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে। বাউলকূল শিরোমণি লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচতি লাভ করে। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পৃক্ত তেমনি সুর সমৃদ্ধ। বাউলদের সাদামাটা কৃচ্ছসাধনার জীবন আর একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। ২০০৫ সালে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষনা করে।
বাউল (Baul) শব্দটির উৎপত্তি নিয়ে মতান্তর রয়েছে। কেউ বলেন 'বাতুল' থেকে 'বাউল' হয়েছে, কারো মতে 'বজ্রী' থেকে কিংবা 'বজ্রকুল' থেকে বাউল শব্দটি এসেছে। কেউ কেউ বলেন 'আউল' শব্দ থেকে 'বাউল হয়েছে। ইতিহাসবিদদের মতে, সতেরো শতকে বাংলাদেশে বাউল মতের উদ্ভব হয়। এ মতের প্রবর্তক হলেন আউল চাঁদ ও মাধববিবি। বীরভদ্র নামে এক বৈষ্ণব মহাজন সেই সময়ে একে জনপ্রিয় করে তোলেন।
বাংলাদেশের কুষ্টিয়া-পাবনা এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম-বোলপুর-জয়দেবকেন্দুলি পর্যন্ত বাউলদের বিস্তৃতি। বাউলদের মধ্যে গৃহী ও সন্ন্যাসী দুই প্রকারই রয়েছে। বাউলরা তাদের গুরুর আখড়ায় সাধনা করে। প্রতি বৎসর পৌষ সংক্রান্তির দিন বীরভূমের জয়দেব-কেন্দুলিতে বাউলদের একটি মেলা শুরু হয়, যা "জয়দেব বাউলমেলা" নামে বিখ্যাত।
-
হাতের কাছে মামলা থুয়ে
কেন ঘুরে বেড়াও ভেয়ে
হাতের কাছে মামলা থুয়ে
কেন ঘুরে বেড়াও ভেয়ে। -
কবে সাধুর চরণ ধূলি মোর লাগবে গাঁয়
কবে সাধুর চরণ ধূলি মোর লাগবে গাঁয়
কবে সাধুর চরণ ধূলি মোর লাগবে গাঁয়
আমি বসে আছি আশা-সিন্ধুর তীরে সদাই।। -
পার করো দয়াল আমায় কেশে ধরে - ঘোর সাগরে
পড়েছি এবার আমি ঘোর সাগরে
পার করো দয়াল আমায় কেশে ধরে
পড়েছি এবার আমি ঘোর সাগরে। -
মনেরে আর বুঝাই কিসে - মনের আগুন
ভব-যাতনায় আমার জ্ঞানচক্ষু আঁধার
মনেরে আর বুঝাই কিসে
ভব-যাতনায় আমার জ্ঞানচক্ষু আঁধার
ঘিরিলো যেমন রাহুতে এসে। -
করি মানা কাম ছাড়েনা মদনে
প্রেম রসিকা হব কেমনে
করি মানা কাম ছাড়েনা মদনে
প্রেম রসিকা হব কেমনে।। -
আমার এ ঘরখানায় কে বিরাজ করে - ভবের হাট
আমি জনম-ভর একদিন দেখলাম নারে
আমার এ ঘরখানায় কে বিরাজ করে।
আমি জনম-ভর একদিন দেখলাম নারে।। -
বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে
বাড়ির কাছে আরশী নগর
(একঘর) সেথা পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে।। -
কি সন্ধানে যাই সেখানে - মনের মানুষ
মনের মানুষ যেখানে
কি সন্ধানে যাই সেখানে
মনের মানুষ যেখানে।
আঁধার ঘরে জ্বলছে বাতি
দিবারাতি নাই সেখানে।। -
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়
ধরতে পারলে মন বেড়ি দিতাম তাহার পায়
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়
ধরতে পারলে মন-বেড়ি দিতাম তাহার পায়।। -
কাল কাঁটালি কালের বসে
এ যে যৌবন কাল কামে চিত্ত কাল
কাল কাঁটালি কালের বসে
এ যে যৌবন কাল কামে চিত্ত কাল
কোন কালে তোর হবে দিশে।। -
জীবে যে যা ভাবে বাঞ্ছা করে
বাঞ্ছা পুড়ায় সেভাবে রে সেভাবে
জীবে যে যা ভাবে বাঞ্ছা করে
বাঞ্ছা পুড়ায় সেভাবে রে সেভাবে
বাঞ্ছা কল্পতরু নাম আমার সকলেই জানে ।। -
মন তোর আপন বলতে আর কে আছে
তুমি কার কাঁদায় কাঁদো মিছে
মন তোর আপন বলতে আর কে আছে।
তুমি কার কাঁদায় কাঁদো মিছে।। -
চল যাই আনন্দের বাজারে
চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে
চলো যাই আনন্দের বাজারে
চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে।।
সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে
-
আজব রঙ ফকিরি
সাদা সোহাগিনী সাঁই
সাদা সোহাগিনী সাঁই
তার চুড়ি শাড়ি ফকিরি ভেদ
কে বুঝিবে তাই।। -
আমার দিন কি যাবে এই হালে
আমি পড়ে আছি অকূলে
আমার দিন কি যাবে এই হালে
আমি পড়ে আছি অকূলে
কত অধম পাপী তাপী অবহেলে তরালে।।
-
আমার অপরাধ মার্জনা কর প্রভু
আমার অপরাধ মার্জনা কর প্রভু
বিকলে পড়লে বড় কাবু
আমার অপরাধ মার্জনা কর প্রভু
এমনি মতি ভ্রম জন্মজন্মান্তরে
তোমারি এ সংসারে, হয় না যেন কভু ।।
-
না পড়িলে দায়েমি নামাজ সে কি রাজি হয়
কোথায় খোদা কোথায় সেজদা করছো সদাই
না পড়িলে দায়েমি নামাজ সে কি রাজি হয়।
কোথায় খোদা কোথায় সেজদা করছো সদাই।।
-
মধুর দেল দরিয়ায় ডুবিয়া কর ফকিরি
কর ফকিরি চাড় ফকিরী, হবে আখেরী
মধুর দেল দরিয়ায় ডুবিয়া কর ফকিরি।
কর ফকিরি চাড় ফকিরী, হবে আখেরী।। -
গুণে পড়ে সারলি দফা - গোলেমালে
করলি রফা গোলেমালে
গুণে পড়ে সারলি দফা
করলি রফা গোলেমালে
খুঁজলে নে মন কোথা সে ধন
ভাজলি বেগুন পরের তেলে।। -
এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলমপনা তুমি
তুমি ডুবায়ে ভাসাতে পারো ভাসায়ে কিনার দাও কারো
এলাহি আলামিন গো আল্লাহ
বাদশা আলমপানা তুমি।।
Page 17 of 22