কবে সাধুর চরণ ধূলি মোর লাগবে গাঁয়
কবে সাধুর চরণ ধূলি মোর লাগবে গাঁয়
আমি বসে আছি আশা-সিন্ধুর তীরে সদাই।।ভজন সাধন আমাতে নাই
কেবল মহৎ নামের দেই গো দোহাই
নামের মহিমা জানাও গো সাঁই
পাপীর হও সদয়।।চাতক যেমন মেঘের জল বিনে
অহর্নিশি চেয়ে আছে মেঘ ধিয়ানে
তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে
হলো সেই দশা আমায়।।শুনেছি সাধুর করুনা
সাধুর চরণ পরশিলে হয় গো সোনা
আমার ভাগ্য তাও হলো না
ফকির লালন কেঁদে কয়।।
শিল্পীঃ ফরিদা পারভীন (Farida Parveen):