বাউল
বাউল (Baul) একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। এই মতের সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে। বাউলকূল শিরোমণি লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচতি লাভ করে। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পৃক্ত তেমনি সুর সমৃদ্ধ। বাউলদের সাদামাটা কৃচ্ছসাধনার জীবন আর একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। ২০০৫ সালে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষনা করে।
বাউল (Baul) শব্দটির উৎপত্তি নিয়ে মতান্তর রয়েছে। কেউ বলেন 'বাতুল' থেকে 'বাউল' হয়েছে, কারো মতে 'বজ্রী' থেকে কিংবা 'বজ্রকুল' থেকে বাউল শব্দটি এসেছে। কেউ কেউ বলেন 'আউল' শব্দ থেকে 'বাউল হয়েছে। ইতিহাসবিদদের মতে, সতেরো শতকে বাংলাদেশে বাউল মতের উদ্ভব হয়। এ মতের প্রবর্তক হলেন আউল চাঁদ ও মাধববিবি। বীরভদ্র নামে এক বৈষ্ণব মহাজন সেই সময়ে একে জনপ্রিয় করে তোলেন।
বাংলাদেশের কুষ্টিয়া-পাবনা এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম-বোলপুর-জয়দেবকেন্দুলি পর্যন্ত বাউলদের বিস্তৃতি। বাউলদের মধ্যে গৃহী ও সন্ন্যাসী দুই প্রকারই রয়েছে। বাউলরা তাদের গুরুর আখড়ায় সাধনা করে। প্রতি বৎসর পৌষ সংক্রান্তির দিন বীরভূমের জয়দেব-কেন্দুলিতে বাউলদের একটি মেলা শুরু হয়, যা "জয়দেব বাউলমেলা" নামে বিখ্যাত।
-
যেখানে সাঁইর বারামখানা
শুনিলে প্রাণ চমকে উঠে
শুনিলে প্রাণ চমকে উঠে
দেখতে যেমন ভুজঙ্গনা ।।
-
রবে না এ ধন
মন আমার গেল জানা
মন আমার গেল জানা
কারো রবে না এ ধন জীবন যৌবন
-
আল্লাহ্ কে বোঝে তোমার অপার লীলে
আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে
আল্লাহ্ কে বোঝে তোমার অপার লীলে।
আপনি আল্লাহ্ ডাকো আল্লাহ্ বলে।। -
আমায় চরণ ছাড়া করো না হে দয়াল হরি
পাপ করি পামরা বটে দোহায় দিই তোমারি
আমায় চরণ ছাড়া কোরো না হে
দয়াল হরি
পাপ করি পামরা বটে
দোহায় দিই তোমারি।। -
সময় গেলে সাধন হবে না - সময়
দিন থাকিতে দিনের সাধন কেন করলে না
সময় গেলে সাধন হবে না
দিন থাকিতে দিনের সাধন কেন করলে না।। -
কুলের বৌ হয়ে মন আর কতদিন
ঘোমটা খুলে চল নারে যাই সাধ-বাজারে
কুলের বৌ হয়ে মন আর কতদিন
থাকবি ঘরে
-
জানতে হয় আদম ছফির আদ্য কথা
না জেনে আজাজিল সে রূপ কী রূপ আদম গঠলেন সেথা
জানতে হয় আদম ছফির আদ্য কথা
না জেনে আজাজিল সে রূপ
-
যাও হে শ্যাম রাই কুঞ্জে
এলে ভাল হবে না ও শ্যাম
এলে ভাল হবে না ও শ্যাম
যাও হে শ্যাম রাই কুঞ্জে
-
কর রে পিয়ালা কবুল শুদ্ধ ঈমানে
মিশবি যদি জাত ছেফাতে এ তনু আখেরের দিনে
কর রে পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে
মিশবি যদি জাত ছেফাতে এ তনু আখেরের দিনে।। -
আমার হয় না রে সে মনের মত মন
আমি জানবো কি সে রাগের কারণ
আমার হয় না রে সে মনের মত মন।
আমি জানবো কি সে রাগের কারণ।। -
আর আমারে মারিস নে মা
বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবো না
আর আমারে মারিসনে মা।
বলি মা তোর চরণ ধরে
ননী চুরি আর করবো না।। -
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর শূন্যর উপর পোস্তা করে
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর শূন্যর উপর
পোস্তা করে।। -
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
পাবিরে অমূল্য নিধি বর্তমানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
পাবিরে অমূল্য নিধি বর্তমানে
-
মানুষ গুরু নিষ্ঠা যার
সর্ব সাধন সিদ্ধ হয় তার
(ভবে) মানুষ গুরু নিষ্ঠা যার
সর্ব সাধন সিদ্ধ হয় তার
-
কে তোমারে এ বেশ ভূষণ
Who had dressed you like this?
কে তোমারে এ বেশ ভূষণ পরাইলো বলো শুনি
জিন্দা দেহে মুরদার বসন
খিলকা তাজ আর ডোর কোপিনী।। -
কে বোঝে মাওলার আলেকবাজি
Who can realize the power of God?
কে বোঝে মাওলার আলেকবাজি
করছে রে কোরানের মানে
যা আসে যার মনের বুঝি।। -
আমার মতো প্রাণ কাঁদিলে
বুঝবি রে গৌরপ্রেমের কালে
বুঝবি রে গৌরপ্রেমের কালে
আমার মতো প্রাণ কাঁদিলে।
দেখা দিয়ে গৌর ভাবের শহর
আড়ালে লুকালে।। -
সবে কি হবে ভবে ধর্মপরায়ণ
যার যা ধর্ম সেই সে করে
যার যা ধর্ম সেই সে করে
তোমার বলা অকারণ।।
কাঁটার মুখ কেউ চাঁছে না
ময়ূর চিত্র কেউ করে না।
-
মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।। -
রবিকে নিয়ে যত্তো কান্ডো
রবীন্দ্রনাথ ছিলেন তার সময়কালে একজন সর্বজনবিদিত প্রসিদ্ধজন। বিশেষত নোবেল পুরস্কার পাওয়ার পর কবির নাম ছড়িয়ে পড়ে উপমহাদেশ থেকে ক্রমশ বিশ্বজুড়ে। রবীন্দ্রনাথকে কেন্দ্র করে তার সময়কালে নানা মজার ঘটনা ঘটে।
Page 20 of 22