বাউল
বাউল (Baul) একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। এই মতের সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে। বাউলকূল শিরোমণি লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচতি লাভ করে। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পৃক্ত তেমনি সুর সমৃদ্ধ। বাউলদের সাদামাটা কৃচ্ছসাধনার জীবন আর একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। ২০০৫ সালে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষনা করে।
বাউল (Baul) শব্দটির উৎপত্তি নিয়ে মতান্তর রয়েছে। কেউ বলেন 'বাতুল' থেকে 'বাউল' হয়েছে, কারো মতে 'বজ্রী' থেকে কিংবা 'বজ্রকুল' থেকে বাউল শব্দটি এসেছে। কেউ কেউ বলেন 'আউল' শব্দ থেকে 'বাউল হয়েছে। ইতিহাসবিদদের মতে, সতেরো শতকে বাংলাদেশে বাউল মতের উদ্ভব হয়। এ মতের প্রবর্তক হলেন আউল চাঁদ ও মাধববিবি। বীরভদ্র নামে এক বৈষ্ণব মহাজন সেই সময়ে একে জনপ্রিয় করে তোলেন।
বাংলাদেশের কুষ্টিয়া-পাবনা এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম-বোলপুর-জয়দেবকেন্দুলি পর্যন্ত বাউলদের বিস্তৃতি। বাউলদের মধ্যে গৃহী ও সন্ন্যাসী দুই প্রকারই রয়েছে। বাউলরা তাদের গুরুর আখড়ায় সাধনা করে। প্রতি বৎসর পৌষ সংক্রান্তির দিন বীরভূমের জয়দেব-কেন্দুলিতে বাউলদের একটি মেলা শুরু হয়, যা "জয়দেব বাউলমেলা" নামে বিখ্যাত।
-
মনে রেখো যারা ঘর ভাঙ্গা নারী
তাদের জীবনটা যেন এক শুন্য
মনে রেখো যারা ঘর ভাঙ্গা নারী
তাদের জীবনটা যেন এক শুন্য। -
গোষ্ঠে আর যাব না মাগো
দাদা বলাই এর সনে
বলাই দাদার দয়া নাই প্রাণে।
গোষ্ঠে আর যাব না মাগো
দাদা বলাই এর সনে ।। -
দেখে এলাম রঙ মহল ঘরে
অচিন দলে কলমের চারায়
দেখে এলাম রঙ মহল ঘরে
অচিন দলে কলমের চারায় -
চরণ পাই যেন কালা-কালে
ফেলো না ও তোর অধম বলে
চরণ পাই যেন কালা-কালে।
ফেলো না ও তোর অধম বলে।। -
বনে এসে হারালাম কানাই
কি বলবো মা যশোদায়
বনে এসে হারালাম কানাই
কি বলবো মা যশোদায়।। -
আর আমারে মারিসনে মা
ননী চুরি আর করবো না
বলি মা তোর চরণ ধরে
ননী চুরি আর করবো না।। -
তুমি কোনোদিন আর এসো না
আমি পাঠাইলাম তোমার কাছে
তুমি কোনোদিন আর এসো না
আমি পাঠাইলাম তোমার কাছে
শেষ চিঠি খানা। -
আমি এমনি করে তোমায় ভালোবাসবো
নিজেকে পুড়িয়ে প্রদীপ জ্বেলে
আমি এমনি করে তোমায় ভালোবাসবো
নিজেকে পুড়িয়ে প্রদীপ জ্বেলে -
আমার জীবনের আশার প্রদীপ
কেন নিভে গেলো?
আমার জীবনের আশার প্রদীপ
কেন নিভে গেলো?।। -
ভজ মুরশিদের কদম এই বেলা
যার পিয়ালা হৃদ্-কমলা ক্রমে হবে উজালা
ভজ মুরশিদের কদম এই বেলা।
যার পিয়ালা হৃদ্-কমলা ক্রমে হবে উজালা।। -
অনাদির আদি শ্রী কৃষ্ণ নিধি
তার নাই কভূ গোষ্ঠ খেলা
অনাদির আদি শ্রী কৃষ্ণ নিধি
তার নাই কভূ গোষ্ঠ খেলা। -
পার করো হে দয়াল চাঁদ আমারে - ক্ষম অপরাধ
ক্ষম হে অপরাধ আমার এ ভব-কারাগারে
এসে পার করো হে দয়াল চাঁদ আমারে
ক্ষম হে অপরাধ আমার
এ ভব-কারাগারে।। -
চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে
চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে।। -
আমি মূল হারালাম লাভ করতে এসে
দিনে ভাঙ্গা নায় বোঝাই ঠেসে
আমি মূল হারালাম লাভ করতে এসে
দিনে ভাঙ্গা নায় বোঝাই ঠেসে৷৷ -
আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় - ঘোর সংকট
পারে লয় যাও আমায়
পারে লয় যাও আমায়
আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়।। -
সব লোকে কয় লালন কি জাত সংসারে
লালন বলে জাতের কি রূপ
সব লোকে কয় লালন কি জাত সংসারে
লালন বলে জাতের কি রূপ
দেখলাম না এই নজরে।। -
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে।। -
বাউল
বাউল (Baul) একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। এই মতের সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে। বাউলকূল শিরোমণি লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচতি লাভ করে। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পৃক্ত তেমনি সুর সমৃদ্ধ। বাউলদের সাদামাটা কৃচ্ছসাধনার জীবন আর একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। ২০০৫ সালে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষনা করে।
-
ফকির লালন শাইজির ১২৫তম তিরোধান দিবস
125th Departure Day Of Fakir Lalon Shah
ফকির লালন শাইজি শিষ্যদের বললেন, আমি চললাম। লালন চাঁদর মুড়ি দিয়ে বিশ্রাম নিলেন, শিষ্যরা মেঝেতে বসে থাকলেন। এক সময় লালন কপালের চাঁদর সরিয়ে বললেন, তোমাদের আমি শেষ গান শোনাব।
-
তিন পাগলে হলো মেলা নদে এসে
তোরা কেউ যাস নে ও পাগলের কাছে
তোরা কেউ যাস নে ও পাগলের কাছে
তিন পাগলে হলো মেলা নদে এসে॥
Page 19 of 22