Select your language

আলগা করো গো খোঁপার বাঁধন
আলগা করো গো খোঁপার বাঁধন

দিল ওহি মেরা ফাস গ্যেয়ি

আলগা করো গো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গ্যেয়ি
বিনোদ বেণীর জরীণ ফিতায়
আন্ধা ইশক মেরা বাছ গ্যেয়ি।।

তোমার কেশের গন্ধে কখন
লুকায়ে আসিলো লোভী আমার মন।
বেহুঁশ হোকার গিরপরি হাতো ম্যে
বাজুবন্দ ম্যে বাছ গ্যেয়ি।।

কানেরও দুলে প্রান রাখিলে বিধিয়া
আঁখফিরা দিয়া চরিকার নিন্দিয়া।

দেহের ও দেউড়িতে বেরাতে আসিয়া
অর নেহি ও ওয়াপাস গ্যেয়ি।।

বনগীতিঃ- কাজী নজরুল ইসলাম
শিল্পীঃ- মোহাম্মদ রফি

বিজ্ঞাপন দিন

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন