Select your language

আজ আমার অন্তরে কী হলো গো সঁই
আজ আমার অন্তরে কী হলো গো সঁই

আজ আমার অন্তরে কী হলো গো সঁই

আজ আমার অন্তরে কী হলো গো সই।
আজ ঘুমের ঘোরে চাঁদ-গৌর হেরে
ওগো আমি যেন আজ আমি নই।।

আজ আমার গৌরপদে মন মজিল
আর কিছু লাগে না ভালো
সদাই মনের চিন্তা ঐ।
আমার সর্বস্বধন গৌরধন, সে ধন সাধন
কীসে পাইগো তাই শুধাই।।

যদি মরি গৌর বিচ্ছেদ-বাণে
গৌরনাম শুনাইও কানে
সর্বাঙ্গে লেখ নামের বই।
এই বর দে গো সবে, আমি জনমে জনমে
যেন ঐ গৌরপদে দাসী হই।।

বন পোড়ে তো সবাই দেখে
মনের আগুন কে বা দেখে
আমার রসরাজ চৈতন্য বৈ।
গোপীর এমনি দশা, ও কি মরণদশা
অবোধ লালন রে তোর সে-ভাব কই।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন