Select your language

আছে যার মনের মানুষ মনে সেকি জপে মালা
আছে যার মনের মানুষ মনে সেকি জপে মালা

অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা

আছে যার মনের মানুষ মনে সেকি জপে মালা
অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা।।

কাছে রয় ডাকে তারে উচ্চস্বরে কোন পাগেলা।
ও রে যে যা বোঝে, তাই সে বুঝে থাক রে ভোলা।।

যার যেখানে ব্যথা নেহাত সেইখানে হাত ডলামলা।
তেমনি যেন মনের মানুষ আছে তোলা।।

যে জনা দেখে সেরুপ, করিয়ে চুপ রয় নিরালা
ও সে লালন ভেড়োর লোক জানানো মুখে হরি বলা।।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন