আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা bangladesh flag

Select your language

রাজ্জাক দেওয়ান

রাজ্জাক দেওয়ান

মাতাল কবি আব্দুর রাজ্জাক দেওয়ান (জন্মঃ ২৭শে আগষ্ট ১৯৩৩ মৃত্যুঃ- ১৬ই ফেব্রুয়ারী ২০০৩ইংরেজী) ১৯৩৩ সালে ২৭শে আগষ্ট ওয়াসপুর গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি প্রখ্যাত বাউল শিল্পী। কেরানীগঞ্জ থানার দেওয়ান আব্দুল খালেকের শিষ্য।

বাউল সাধক খালেক দেওয়ান মাতাল কবি তার কাছ থেকেই হাতে খড়ি নেন এই মরমী কবি তাঁর জীবনে অগণিত গান রেখে গেছেন এর মধ্যে কিছু জনপ্রিয় গান হলোঃ- "ঘুম দিয়ে কাটালিরে মন চির কাল", "মদ খেয়েছি মাতাল হয়েছি", "সরিয়ে দাঁড়া তোরা জতো মাওলানা", "সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই", "ভূল বুঝে চলে জাও জতো খুশি ব্যাথা দাও", "সুখ পাখিটা গেছে মারা একটা তৃরের আঘাত খাইয়া", "আদম বানাইতে নিরাঞ্জন ফেরেশতারা করে ছিলো মাটির আয়োজন", "শ্যামল বংশি দারি", "ঘাটে একবার আসি একবার জাই কেগো সুন্দরী", "তোমার রুপ দেখে মরি জল ভরিয়া জাও", "সন্ধ্যা বেলা শ্রী মধু সুধনো বিপদ বন্জনো তুমি নারায়ন", "মরার কোকিলে", "ধুম চলেছে বেচা কেনা", "প্রতিমা হবে বিসর্জন নবী এসে ঘুচালেন আঁধার" এরকম আরো অগণিত গান রয়েছে কবির গানের কথা সারা রাত দিন লিখলেও শেষ হবেনা বাউল গানে মরমী এই কবির অনেক অবদান রয়েছে।

  • ভুল বুঝে চলে যাও

    যত খুশি ব্যাথা দাও

    (যদি) ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও
    সব ব্যথা নীরবে সইবো
    বন্ধুরে, তোমার লেখা গানটারে গাইবো।।
  • ঘুম দিয়া কাটালি মনা চিরকাল

    ভোগলা বাজীর ধোকায় পড়ে

    ভোগলা বাজীর ধোকায় পড়ে
    বেসুরে বাজালি তাল
    ঘুম দিয়া কাটালি মনা চিরকাল।।
  • মসজিদ ঘরে আল্লাহ থাকে না

    কুলবিল মুমিনিন আরশে আল্লাহ

    কুলবিল মুমিনিন আরশে আল্লাহ
    এইতো আল্লাহর ঠিকানা
    ওরে মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।।
  • আমি মন হারাইয়া বৃন্দাবনে

    আমায় অকূলে ভাসাইয়া গেলিরে

    আমায় অকূলে ভাসাইয়া গেলিরে
    ওরে আমার শ্যামল বংশিধারী।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন
আমরা কুকিজ ব্যবহার করি
আমরা আমাদের ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করি। তাদের মধ্যে কিছু সাইট পরিচালনার জন্য অপরিহার্য, অন্যরা আমাদের এই সাইট এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে (কুকিজ ট্র্যাক করা)। আপনি কুকিজকে অনুমতি দিতে চান কিনা তা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। দয়া করে মনে রাখবেন যে আপনি যদি সেগুলি প্রত্যাখ্যান করেন তবে আপনি সাইটের সমস্ত কার্যকারিতা ব্যবহার করতে পারবেন না।