ফকির লালন শাঁইজী তাঁর জীবদ্দশায় ফাল্গুন মাসের দোল পূর্ণিমার রাতে খোলা মাঠে শিষ্যদের নিয়ে সারারাত ধরে গান বাজনা করতেন। সেই ধারাবাহিকতায় এখনো লালন একাডেমীর প্রতি বছর ফাল্গুন মাসের দোল পূর্ণিমার রাতে তিনদিন ব্যাপী লালন স্মরণোৎসব এর আয়োজন করে থাকে।
এবারের লালন স্মরণোৎসবের মূল শিরোনাম করা হয়েছে “সত্য বল সুপথে চল, ওরে আমার মন”। লালন একাডেমির নিমন্ত্রনপত্র নিম্নে হুবহু তুলে ধরা হলোঃ-
লালন স্মরণোৎসব ২০১৭
সুধী,
শুভেচ্ছা নিবেন। বাউল সম্রাট ফকির লালন শাহ্ এর স্মরণোৎসব -২০১৭ উদযাপন উপলক্ষে লালন একাডেমি চত্বরে আগামী ১১,১২ ও ১৩ মার্চ, ২০১৭ মোতাবেক ২৭, ২৮ ও ২৯ ফাল্গুন ১৪২৩ রোজ শনি, রবি ও সোমবার (০৩) তিন দিন ব্যাপী লালন মেলা এবং প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ ঘটিকা থেকে আলোচনা সভা ও লালন সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানমালায় আপনি সবান্ধব আমন্ত্রিত।
ধন্যবাদান্তে-
মোহাম্মদ আতিকুল মামুন
নেজারত ডেপুটি কালেক্টর ও সদস্য সচিব
লালন একাডেমি, কুষ্টিয়া।
নিয়মিত খবর জানতে ফেসবুক ইভেন্টে যোগ দিন। Click This Event