ফকির লালন শাঁই
ফকির লালন শাঁহ (Fakir Lalon Shah) সে দিন ভোর বেলা মওলানা মলম ফজরের নামাজ পড়ে কালীগঙ্গা নদীর দিকে হাওয়া খেতে আসলেন, হটাতই দেখতে পেলেন এক অচেনা সংজ্ঞাহীন যুবক অধঃজলমগ্ন অবস্তায় পড়ে আছে, ছেলেটির মুখে ও শরীরে বসন্ত রোগের দাগ বিদ্যমান। তিনি কাছে গিয়ে দেখলেন ছেলেটি বেঁচে আছে, খুব ধীরলয়ে চলছে শ্বাস-প্রশ্বাস। নিঃসন্তান হাফেজ মলমের বুকের ভেতর হু হু করে উঠল, এ কোন অচেনা যুবক নয়; খোদা যেন তাঁর সন্তানকে ভাসিয়ে এনেছেন তাঁর কাছে। মলম তৎক্ষণাৎ বাড়ি ফিরলেন এবং তাঁর অপর তিন ভাইকে সাথে নিয়ে আসলেন।
এবার চার ভাইয়ে ধরাধরি করে অচেতন যুবককে নিজের বাড়িতে আনলেন। মলম ও মতিজান দিন রাত পরম যত্নে সেবা করতে লাগলেন। দিনে দিনে অচেনা যুবকটির মুখে জিবনের আলো ফিরে এলো। মতিজান জিজ্ঞাসা করলো – বাবা তোমার নাম কি ?
---- ফকির লালন।
-
আর আমারে মারিস নে মা
বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবো না
আর আমারে মারিসনে মা।
বলি মা তোর চরণ ধরে
ননী চুরি আর করবো না।। -
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর শূন্যর উপর পোস্তা করে
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর শূন্যর উপর
পোস্তা করে।। -
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
পাবিরে অমূল্য নিধি বর্তমানে
সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
পাবিরে অমূল্য নিধি বর্তমানে
-
মানুষ গুরু নিষ্ঠা যার
সর্ব সাধন সিদ্ধ হয় তার
(ভবে) মানুষ গুরু নিষ্ঠা যার
সর্ব সাধন সিদ্ধ হয় তার
-
কে তোমারে এ বেশ ভূষণ
Who had dressed you like this?
কে তোমারে এ বেশ ভূষণ পরাইলো বলো শুনি
জিন্দা দেহে মুরদার বসন
খিলকা তাজ আর ডোর কোপিনী।। -
কে বোঝে মাওলার আলেকবাজি
Who can realize the power of God?
কে বোঝে মাওলার আলেকবাজি
করছে রে কোরানের মানে
যা আসে যার মনের বুঝি।। -
আমার মতো প্রাণ কাঁদিলে
বুঝবি রে গৌরপ্রেমের কালে
বুঝবি রে গৌরপ্রেমের কালে
আমার মতো প্রাণ কাঁদিলে।
দেখা দিয়ে গৌর ভাবের শহর
আড়ালে লুকালে।। -
মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।। -
দোল পূর্ণিমা উৎসবের আজ শেষ দিন
Dol purnima festival
লালন স্মরণে দোল পূর্ণিমা উৎসবের আজ শেষ দিন। এবারের উৎসবে দেশের সব জেলা থেকেই লালন ভক্তরা ছুটে এসেছে। এছাড়া বাংলাদেশের বাহির থেকেও অনেক লালন ভক্তরা এসে তার ধামে ভিড় জমিয়েছে।
-
আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়
তা নইলে কি ফেরেস্তারে সেজদা দিতে কয়
আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়।
তা নইলে কি ফেরেস্তারে
সেজদা দিতে কয়।। -
খোদা বিনে কেউ নাই এই সংসারে
মহা পাপের দায় কে উদ্ধার করে
খোদা বিনে কেউ নাই এই সংসারে
মহা পাপের দায় কে উদ্ধার করে।। -
নজর একদিকে দেওরে
যদি চিনতে বাঞ্ছা হয় তারে
নজর একদিকে দেওরে।।
যদি চিনতে বাঞ্ছা হয় তারে।। -
নবী না চিনলে সেকি খোদার ভেদ পায়
চিনিতে বলেছেন খোদা সেই দয়াময়
নবী না চিনলে সেকি খোদার ভেদ পায়
চিনিতে বলেছেন খোদা সেই দয়াময়।।
-
রসূলকে চিনলে পরে খোদা চেনা যায়
রূপ ভাঁড়ায়ে দেশ বেড়ায়ে গেলেন সেই দয়াময়
রসূলকে চিনলে পরে খোদা চেনা যায়
রূপ ভাঁড়ায়ে দেশ বেড়ায়ে গেলেন সেই দয়াময়।। -
আমার সাধ মেটে না লাঙ্গল চষে
হারা হলাম দিশে
আমার সাধ মেটে না লাঙ্গল চষে
হারা হলাম দিশে -
সদা মন থাকো বা হুঁশ ধরো মানুষ রূপ নেহারে - ডান্ডা গুলি
আয়না আটা রুপের ছটা চিলে কোঠায় ঝলক মারে
সদা মন থাকো বা হুঁশ ধর মানুষ
রূপ নেহারে।
আয়না আটা রুপের ছটা
চিলে কোঠায় ঝলক মারে।। -
মানুষ মানুষ সবাই বলে
আছে কোন মানুষের বসত কোন দলে
মানুষ মানুষ সবাই বলে।
আছে কোন মানুষের বসত কোন দলে।। -
রব ফকির - Rob Fokir
বাউল আব্দুর রব ফকির ওরফে গোপাল শাহ্, কালো রংয়ের খর্বকায় রব ফকির গলায় দোতারা ঝুলিয়ে অপূর্ব ভঙ্গিমায় গান করেন, তাঁর ভাষায় –
"আমার দেহটাই দোতারা, লালনের গানই আমার ধর্ম"। -
ফকির মনোহর শাহ্ - Fokir Monohor Shah
মনোহর শাহ্ এর বাড়ী কুষ্টিয়া জেলার লাহিনী পাড়ায়, তখন তাঁর বয়স সাত কি আট, নিজের পাড়ার এক পাঠশালায় পড়তে যেতেন। পাঠশালা বলতে খড়ের একখানা ঘর, বাঁশের বেঞ্চিতে ৭/৮ জনের ক্লাস।
-
ফকির ইয়াসিন শাহ্ - Fokir Eyasin Shah
লেখাপড়া না জানা ফকির ইয়াসিন শাহের আনুমানিক বয়স ৬৫ বছর।
Page 16 of 17