ফকির লালন শাঁই
ফকির লালন শাঁহ (Fakir Lalon Shah) সে দিন ভোর বেলা মওলানা মলম ফজরের নামাজ পড়ে কালীগঙ্গা নদীর দিকে হাওয়া খেতে আসলেন, হটাতই দেখতে পেলেন এক অচেনা সংজ্ঞাহীন যুবক অধঃজলমগ্ন অবস্তায় পড়ে আছে, ছেলেটির মুখে ও শরীরে বসন্ত রোগের দাগ বিদ্যমান। তিনি কাছে গিয়ে দেখলেন ছেলেটি বেঁচে আছে, খুব ধীরলয়ে চলছে শ্বাস-প্রশ্বাস। নিঃসন্তান হাফেজ মলমের বুকের ভেতর হু হু করে উঠল, এ কোন অচেনা যুবক নয়; খোদা যেন তাঁর সন্তানকে ভাসিয়ে এনেছেন তাঁর কাছে। মলম তৎক্ষণাৎ বাড়ি ফিরলেন এবং তাঁর অপর তিন ভাইকে সাথে নিয়ে আসলেন।
এবার চার ভাইয়ে ধরাধরি করে অচেতন যুবককে নিজের বাড়িতে আনলেন। মলম ও মতিজান দিন রাত পরম যত্নে সেবা করতে লাগলেন। দিনে দিনে অচেনা যুবকটির মুখে জিবনের আলো ফিরে এলো। মতিজান জিজ্ঞাসা করলো – বাবা তোমার নাম কি ?
---- ফকির লালন।
-
শুদ্ধ প্রেমরাগে ডুবে থাক রে আমার মন
স্রোতে গা ঢালান দিও না রাগে বেয়ে যাও উজান
শুদ্ধ প্রেমরাগে ডুবে থাক রে আমার মন।
স্রোতে গা ঢালান দিও না রাগে বেয়ে যাও উজান।। -
চিরদিন দুঃখের অনলে প্রান জ্বলছে আমার
আমি আর কতদিন জানি এই অবলার প্রাণী
আমি আর কতদিন জানি এই অবলার প্রাণী
এ জ্বলনে জ্বলবে ওহে দয়েশ্বর। -
আপন মনে যাহার গরল মাখা থাকে
যেখানে যায় সুধার আশে সেথা গরল দেখে
আপন মনে যাহার গরল মাখা থাকে ।
যেখানে যায় সুধার আশে সেথা গরল দেখে।। -
গোষ্ঠে আর যাব না মাগো
বলাই দাদার দয়া নাই প্রাণে
বলাই দাদার দয়া নাই প্রাণে
গোষ্ঠে আর যাব না মাগো
দাদা বলাই এর সনে ।। -
শব্দের ঘরে নিঃশব্দ করে
সদাই তাঁরা আছেন জুড়ে
শব্দের ঘরে নিঃশব্দ করে
সদাই তাঁরা আছেন জুড়ে ।। -
সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে
অহর্নিশি মায়ার ঠুসি জ্ঞানচক্ষেতে
সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে।
অহর্নিশি মায়ার ঠুসি জ্ঞানচক্ষেতে।।
-
দেখ না রে মন পুনর্জন্ম কোথা হতে হয়
মরে যদি ফিরে আসে স্বর্গনরক কে বা পায়
দেখ না রে মন পুনর্জনম কোথা হতে হয়।
মরে যদি ফিরে আসে স্বর্গনরক কে বা পায়।। -
জগত মুক্তিতে ভুলালেন সাঁই
ভক্তি দাওহে যাতে চরণ পাই
জগত মুক্তিতে ভোলালেন সাঁই
ভক্তি দাওহে যাতে চরণ পাই।।
-
যে পথে সাঁই চলে ফেরে
তার খবর কে করে
যে পথে সাঁই চলে ফেরে
তার খবর কে করে।।
-
গোষ্ঠে চল হরি মুরালী
লয়ে গো ধন গোষ্ঠের কানন চল গোকুল বিহারী
লয়ে গো ধন গোষ্ঠের কানন চল গোকুল বিহারী
গোষ্ঠে চল হরি মুরালী।।
-
ধন্য আশেকিজনা এ দীন দুনিয়ায়
আশেক জোরে গগণের চাঁদ পাতালে নামায়
ধন্য আশেকিজনা এ দীন দুনিয়ায়
আশেক জোরে গগণের চাঁদ পাতালে নামায়।।
সুঁইছিদ্রে চালায় হাতি
-
ভোজবাজি
আমি দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার
দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার
দেখতে দেখতে কেবা কোথা যায়। -
শেষ হলো ১২৫তম লালন মেলা ২০১৫
Lalon Mela 2015
প্রতি বছরের ন্যায় এইবার ও ভালো ভাবে শেষ হলো লালন তিরোধান উপলক্ষে, লালন মেলা ২০১৫। বাংলাদেশের প্রতিটি অঞ্চল এবং বিশ্বের অনেক স্থান থেকে লালন ভক্তরা ছুটে এসেছিলেন এই মিলন মেলায়। প্রতি বছরের তুলনায় এই বার একটু বেশী ভক্তদের আনাগোনা দেখা গেছে।
-
কি হবে আমারো গতি
দয়াল কি হবে আমারো গতি
কি হবে আমারো গতি
দয়াল কি হবে আমারো গতি
কি হবে আমারো গতি। -
গোষ্ঠে আর যাব না মাগো
দাদা বলাই এর সনে
বলাই দাদার দয়া নাই প্রাণে।
গোষ্ঠে আর যাব না মাগো
দাদা বলাই এর সনে ।। -
দেখে এলাম রঙ মহল ঘরে
অচিন দলে কলমের চারায়
দেখে এলাম রঙ মহল ঘরে
অচিন দলে কলমের চারায় -
চরণ পাই যেন কালা-কালে
ফেলো না ও তোর অধম বলে
চরণ পাই যেন কালা-কালে।
ফেলো না ও তোর অধম বলে।। -
বনে এসে হারালাম কানাই
কি বলবো মা যশোদায়
বনে এসে হারালাম কানাই
কি বলবো মা যশোদায়।। -
আর আমারে মারিসনে মা
ননী চুরি আর করবো না
বলি মা তোর চরণ ধরে
ননী চুরি আর করবো না।। -
ভজ মুরশিদের কদম এই বেলা
যার পিয়ালা হৃদ্-কমলা ক্রমে হবে উজালা
ভজ মুরশিদের কদম এই বেলা।
যার পিয়ালা হৃদ্-কমলা ক্রমে হবে উজালা।।
Page 14 of 17