Select your language

পেয়ে ধন সে ধন সব হারালি
পেয়ে ধন সে ধন সব হারালি

পেয়ে ধন সে ধন সব হারালি

অবোধ মন তোরে আর কি বলি।
পেয়ে ধন সে ধন সব হারালি।।

মহাজনের ধন এনে
ছড়ালি তুই উলুবনে
কি হবে নিকাশের দিনে
সে ভাবনা কই ভাবিলি।।

সই করিয়ে পুঁজি তখন
আনলি রে তিন রতি এক মণ
ব্যাপার করা যেমন তেমন
আসলে খা’দ মিশালি।।

করলি ভালো বেচাকেনা
চিনলি না মন রাং কি সোনা
লালন বলে মন রসনা
কেন সাধুর হাটে আ’লি।।

শিল্পীঃ- ফরিদা পারভীন

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন