Select your language

যে জন দেখেছে অটল রূপের বিহার
যে জন দেখেছে অটল রূপের বিহার

মুখে বলুক কিবা না বলুক সে থাকে ঐ রূপ নিহার

যে জন দেখেছে অটল রূপের বিহার।
মুখে বলুক কিবা না বলুক সে থাকে ঐ রূপ নিহার।।

নয়নে রূপ না দেখতে পায়
নাম মন্ত্র জপিলে কী হয়
নামের তুল্য নাম পাওয়া যায়
রূপ তুল্য আছে কার।।

নেহারে গোলমাল হ’লে
পড়বি কুজনার ভোলে
ধরবি কারে গুরু বলে
তরঙ্গ মাঝার।।

স্বরূপ রূপ রূপের ভেলা
ত্রিজগতে করছে খেলা
লালন বলে ও মন ভোলা
যায় না কোলের ঘোর তোমার।।

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন