Select your language

বলরে নিমাই বল আমারে
বলরে নিমাই বল আমারে

রাধা বলে আজভাবি আজ

বলরে নিমাই বল আমারে
রাধা বলে আজভাবি আজ
কাঁদলি কেন ঘুমের ঘোরে॥

সেই যে রাধার কি মহিমা
কেউ দিতে না পারে সীমা বেদে
ধ্যানে যারে পায় না ব্রক্ষা
কী রূপে জানলি সে রাধরে॥

রাধে তোমার কি হয় নিমাই
সত্য করে বল আমায়
এমন বালক সময়
এ বোল কে শিখাল তোরে॥

তুমি শিশু ছেলে আমার
মা হয়ে ভেদ পাইনে তোমার
লালন কয় শচীর কুমার
জগৎ ফেলল চমৎকারে॥

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন