Select your language

হীরা মানিক জহুরা কোটিময়
হীরা মানিক জহুরা কোটিময়

সে চাঁদ লক্ষ যোজন ফাঁকে রয়

হীরা মানিক জহুরা কোটিময়
সে চাঁদ লক্ষ যোজন ফাঁকে রয়

উনকোটি দেবতা সঙ্গে আছে গাঁথা
ব্রহ্মা বিষ্ণু শিব নারায়ণ জয় জয় জয়
যে জন শুদ্ধ সাধক হয় , সে চাঁদ দেখিতে পায়
সে চাঁদ মৃণাল যোগে উজান ধায়

ষড়চক্র পরে আছে আদি বিধান তার
পূর্ণ করে ষোলকলা ভেদ করিয়ে সপ্ত তালা
তার ওপরে বসে কালা মহাপ্রভুর গান গায়
সেই চাঁদ পাতালে উদয় ভূমণ্ডলে
সেই চাঁদ মহেন্দ্র যোগে দেখা যায়।

নবলক্ষ ধেনু চরায় রাখালে
চাঁদের খবর ষে জানে চাঁদ রয়েছে বৃন্দাবনে
শ্রীরাধার শ্রী কমলে
লালনের ফকিরি করা নয় ফিকিরি

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন