Select your language

আমার অপরাধ মার্জনা কর প্রভু
আমার অপরাধ মার্জনা কর প্রভু

আমার অপরাধ মার্জনা কর প্রভু

বিকলে পড়লে বড় কাবু
আমার অপরাধ মার্জনা কর প্রভু
এমনি মতি ভ্রম জন্মজন্মান্তরে
তোমারি এ সংসারে, হয় না যেন কভু ।।

আমার ত্রুটি কত কোটি বার
লেখা জোকায় যায় না ধোঁকা
সংখ্যা হয় না তার ।।

উপাসনায় পাইনা পামরতন
শুখের চিন্তে দুখের অন্তে হচ্ছে মতি ভ্রম
তুমি ভ্রমে ভ্রম বাড়াইলে, ছাড় ছাড় বলে
ছাড়াইতে চাইলে ছাড়না কো কভু ।।

নিন্দুকেরা নিন্দা করে, দেখে আমার হৃদ
আমি বিলি তুমি সবার মালিক
বলি ঠিক কর তার উচিদ ।।

আর্য স্বার্থ সামর্থ সব জব্দ করে নাও
আমাকে নিন্দুকের বন্ধুকে সেরেস্তে রেখে দাও
আমি ভ্রান্ত দুরন্ত অন্তর।

কলে বলে কল কলহে বলাও দিমন্তর
তুমি সবের সেব্য ভাবের ভাব যোগাও
ভাবের ভাবি হও ঐ রবেরও রাব্বু ।।

ভাব গরজে এহি রাজ্যে গরল করি পান
বিষ্ঠা দিয়ে প্রেমরসে মজিয়ে ওসে আছে ভাগ্যবান।।

আত্নশুখি হয়েছি ভাই, ডুবিয়েছি ডিঙ্গে
এখনো ভাসতেছি সকলে এই প্রেমের তরঙ্গে
ডুবতে ডুবতে খাবি খেতেছি।

কর্মফলে অসময় কালে দেখ জব্দ হতেছি
ডুবে তলিয়ে নিরে কালের সংকাতুরে
লাল শশী বলে আছি ধরে, দণ্ড পদেরি তাবু ।।

শিল্পীঃ নহির শাহ্‌ - লাল শশী (Nohir Shah - Lal Shoshi):

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন