Select your language

আইনমাফিক নিরিখ্‌ দিতে ভাব কি
আইনমাফিক নিরিখ্‌ দিতে ভাব কি

কাল শমন এলে বলবি কি

আইনমাফিক নিরিখ্‌ দিতে ভাব কি
কাল শমন এলে বলবি কি।।

ভাবতে দিন আখেরি হল
ষোল আনা বাঁকি প’ল
কী আসলে ঘিরে নিল
দেখলি না খুলে আঁখি।।

নিস্কামী নির্বিকার হলে
জীয়ন্তে মরে যোগ সাধিলে
তবে খাতায় উসুল মিলে
নইলে উপায় কী দেখি।।

শুদ্ধ মনে সকলি হয়
তাও তো জোটে না তোমায়
লালন বলে করবি হায় হায়
ছেড়ে গেলে প্রাণপাখি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন