ফকির লালন শাঁই
ফকির লালন শাঁহ (Fakir Lalon Shah) সে দিন ভোর বেলা মওলানা মলম ফজরের নামাজ পড়ে কালীগঙ্গা নদীর দিকে হাওয়া খেতে আসলেন, হটাতই দেখতে পেলেন এক অচেনা সংজ্ঞাহীন যুবক অধঃজলমগ্ন অবস্তায় পড়ে আছে, ছেলেটির মুখে ও শরীরে বসন্ত রোগের দাগ বিদ্যমান। তিনি কাছে গিয়ে দেখলেন ছেলেটি বেঁচে আছে, খুব ধীরলয়ে চলছে শ্বাস-প্রশ্বাস। নিঃসন্তান হাফেজ মলমের বুকের ভেতর হু হু করে উঠল, এ কোন অচেনা যুবক নয়; খোদা যেন তাঁর সন্তানকে ভাসিয়ে এনেছেন তাঁর কাছে। মলম তৎক্ষণাৎ বাড়ি ফিরলেন এবং তাঁর অপর তিন ভাইকে সাথে নিয়ে আসলেন।
এবার চার ভাইয়ে ধরাধরি করে অচেতন যুবককে নিজের বাড়িতে আনলেন। মলম ও মতিজান দিন রাত পরম যত্নে সেবা করতে লাগলেন। দিনে দিনে অচেনা যুবকটির মুখে জিবনের আলো ফিরে এলো। মতিজান জিজ্ঞাসা করলো – বাবা তোমার নাম কি ?
---- ফকির লালন।
-
করি মানা কাম ছাড়েনা মদনে
প্রেম রসিকা হব কেমনে
করি মানা কাম ছাড়েনা মদনে
প্রেম রসিকা হব কেমনে।। -
আমার এ ঘরখানায় কে বিরাজ করে - ভবের হাট
আমি জনম-ভর একদিন দেখলাম নারে
আমার এ ঘরখানায় কে বিরাজ করে।
আমি জনম-ভর একদিন দেখলাম নারে।। -
বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে
বাড়ির কাছে আরশী নগর
(একঘর) সেথা পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে।। -
কি সন্ধানে যাই সেখানে - মনের মানুষ
মনের মানুষ যেখানে
কি সন্ধানে যাই সেখানে
মনের মানুষ যেখানে।
আঁধার ঘরে জ্বলছে বাতি
দিবারাতি নাই সেখানে।। -
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়
ধরতে পারলে মন বেড়ি দিতাম তাহার পায়
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়
ধরতে পারলে মন-বেড়ি দিতাম তাহার পায়।। -
কাল কাঁটালি কালের বসে
এ যে যৌবন কাল কামে চিত্ত কাল
কাল কাঁটালি কালের বসে
এ যে যৌবন কাল কামে চিত্ত কাল
কোন কালে তোর হবে দিশে।। -
জীবে যে যা ভাবে বাঞ্ছা করে
বাঞ্ছা পুড়ায় সেভাবে রে সেভাবে
জীবে যে যা ভাবে বাঞ্ছা করে
বাঞ্ছা পুড়ায় সেভাবে রে সেভাবে
বাঞ্ছা কল্পতরু নাম আমার সকলেই জানে ।। -
মন তোর আপন বলতে আর কে আছে
তুমি কার কাঁদায় কাঁদো মিছে
মন তোর আপন বলতে আর কে আছে।
তুমি কার কাঁদায় কাঁদো মিছে।। -
চল যাই আনন্দের বাজারে
চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে
চলো যাই আনন্দের বাজারে
চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে।।
সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে
-
আজব রঙ ফকিরি
সাদা সোহাগিনী সাঁই
সাদা সোহাগিনী সাঁই
তার চুড়ি শাড়ি ফকিরি ভেদ
কে বুঝিবে তাই।। -
আমার দিন কি যাবে এই হালে
আমি পড়ে আছি অকূলে
আমার দিন কি যাবে এই হালে
আমি পড়ে আছি অকূলে
কত অধম পাপী তাপী অবহেলে তরালে।।
-
আমার অপরাধ মার্জনা কর প্রভু
আমার অপরাধ মার্জনা কর প্রভু
বিকলে পড়লে বড় কাবু
আমার অপরাধ মার্জনা কর প্রভু
এমনি মতি ভ্রম জন্মজন্মান্তরে
তোমারি এ সংসারে, হয় না যেন কভু ।।
-
না পড়িলে দায়েমি নামাজ সে কি রাজি হয়
কোথায় খোদা কোথায় সেজদা করছো সদাই
না পড়িলে দায়েমি নামাজ সে কি রাজি হয়।
কোথায় খোদা কোথায় সেজদা করছো সদাই।।
-
মধুর দেল দরিয়ায় ডুবিয়া কর ফকিরি
কর ফকিরি চাড় ফকিরী, হবে আখেরী
মধুর দেল দরিয়ায় ডুবিয়া কর ফকিরি।
কর ফকিরি চাড় ফকিরী, হবে আখেরী।। -
গুণে পড়ে সারলি দফা - গোলেমালে
করলি রফা গোলেমালে
গুণে পড়ে সারলি দফা
করলি রফা গোলেমালে
খুঁজলে নে মন কোথা সে ধন
ভাজলি বেগুন পরের তেলে।। -
এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলমপনা তুমি
তুমি ডুবায়ে ভাসাতে পারো ভাসায়ে কিনার দাও কারো
এলাহি আলামিন গো আল্লাহ
বাদশা আলমপানা তুমি।। -
আহাদে আহাম্মদ এসে নবি নাম তাই জানালে
নবি যে তনে করিলেন সৃষ্টি সে তন কোথায় রাখিলে
আহাদে আহাম্মদ এসে নবি নাম তাই জানালে ।
নবি যে তনে করিলেন সৃষ্টি সে তন কোথায় রাখিলে।। -
আজব আয়না-মহল মণি গভীরে
আজব আয়না-মহল মণি গভীরে
আজব আয়না-মহল মণি গভীরে।
সেথা সতত বিরাজে সাঁই মেরে।। -
আল্লাহ্ বলো মনরে পাখি - মন পাখি
ভবে কেউ হবেনা সাথের সাথী
আল্লাহ্ বলো মনরে পাখি
ভবে কেউ হবেনা সাথের সাথী।। -
গেড়ে গাঙের ও ক্ষেপা
হাপুর-হুপুর ডুব পাড়িলি
গেড়ে গাঙের ও ক্ষেপা
হাপুর-হুপুর ডুব পাড়িলি।।
পাতা 13 এর 17