১লা কার্ত্তিক ১২৯৭ বঙ্গাব্দ মোতাবেক ১৭ অক্টোবর ১৮৯০ খ্রিষ্টাব্দে মারা যান এবং তিনি বেঁচে ছিলেন ১১৬ বছর।
সেই হিসেবে তিনি জন্মেছিলেন ১৭৭৪ খ্রিষ্টাব্দে। ছেউড়িয়াতে ফকির লালনের সাথে তাঁর পালিত মা মতিজান ফকিরানি, পালিত বাবা ফকির মলম শাহ্, ফকির পণ্ডিত মানিক শাহ্, শীতল শাহ্, ভোলাই শাহ্, বিশখা ফকিরানি এবং ফকির মনিরুদ্দিন শাহ্সহ অন্যান্য আরো অনেক ভাবশিষ্যর সমাধি আছে।
প্রতি বছর ১লা কার্ত্তিক এখানে দেশ-বিদেশের হাজার হাজার বাউল সমবেত হয়ে উদযাপন করে তাঁর মৃত বার্ষিকী।
১৭ই অক্টোবর ২০২৪ ইংরেজি, পহেলা কার্ত্তিক ১৪২৪ বঙ্গাব্দ, ফকির লালন শাইজির আখড়া বাড়ীতে তাঁর তিরোধান দিবস পালিত হবে। বিশ্বের সব দেশ থেকে তাঁর ভক্তরা ছুটে আসবেন।
তিন দিন ব্যাপী অনুষ্ঠান এবং লালন মেলা চলবে। সারা রাত তাঁর বাণী পাঠ হবে। অতিথিরা অধির মনোযোগ দিয়ে তা শ্রবণ করবে। সে এক অন্য রকম পরিবেশ নিজ চোখে না দেখলে উপলদ্ধি করা যাবে না! কুষ্টিয়াশহর.কম এর পক্ষ থেকে সবাইকে নিমন্ত্রণ রইল।
প্রবেশ উন্মুক্ত
স্থানঃ ফকির লালন শাঁইজীর মাঠ, ছেউড়িয়া, কুমারখালি, কুষ্টিয়া - ৭০০০