আলহাজ্ব মজিবুর রহমান (জন্মঃ ২৭ ডিসেম্বর ১৯৪৭): শিল্প ও বানিজ্য জগতে এক জীবন্ত কিংবদন্তী সমাজ হিতৈষী আলহাজ্ব মজিবুর রহমান। কুষ্টিয়া চেম্বার এন্ড কমার্সের পরপর চারবার নির্বাচিত সভাপতি। তার জন্ম ১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর কুষ্টিয়া জেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ গ্রামে এক মুসলিম পরিবারে। পিতা – কিয়াম উদ্দিন মালিথা, মাতা – ছিরাতুন্নেছা।
ছোটকাল থেকেই ব্যবসা বানিজ্য শুরু করেন। ১৯৫৮ থেকে ১৯৮০ এই দীর্ঘ বাইশ বছরে ট্রেডিং ব্যবসা করেন। ১৯৭৮ সালে কুষ্টিয়ায় বি আর বি ক্যাবল ইন্ডাষ্ট্রিজ প্রতিষ্ঠা করেন। সফলতার সিড়ি বেয়ে একের পর এক গড়ে তোলেন আরো চারটি শিল্প প্রতিষ্ঠান।
তিনি কুষ্টিয়া শহরের এন,এস রোডে গড়ে তুলেছেন সম্পুর্ন শীতাতাপ নিয়ন্ত্রিত ১০ তলা বিশিষ্ট “লাভলী টাওয়ার” ভবন। তার প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান গুলো –
- বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড (BRB Cable Industries Ltd)
- কিয়াম মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড (Kiam Metal Industries Ltd.)
- এম আর এস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড (MRS Industries Ltd.)
- বিআরবি পলিমার লিমিটেড (BRB polymer Ltd.)
- বিআরবি সিকিউরিটি লিমিটেড (BRB Securities Ltd.)
- টিপিটি কেবল লিমিটেড (TPT Cables Ltd.)
- লাভলি হাউজিং লিমিটেড (Lovely Housing Ltd.)
- কিয়াম ছিরাতুন্নেছা মেমোরিয়াল ট্রাস্ট (KiamSiratunnessa Memorial Trust.)
- বিআরবি এনার্জি লিমিটেড (BRB Energy Ltd.)
- বিআরবি এয়ার লিমিটেড (BRB Air Ltd.)
- বিআরবি ট্রাভেল (BRB Travels.)
- বিআরবি হসপিটাল লিমিটেড (BRB Hospitals Ltd.)
এছাড়া কিয়াম ছিরাতুন্নেছা ট্রাষ্ট গঠন করেন। এ ট্রাস্ট থেকে গরীবদের চিকিৎসা সেবা, বন্যা দুর্গতদের সাহায্য, লেখাপড়ার খরচ, মাদ্রাসা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্য করে যাচ্ছেন। তিনি প্রতি বছর ১০ জনকে নিজ অর্থে পবিত্র ‘হজ্বব্রত’ পালন করিয়ে থাকেন। তিনি বোয়ালদাহতে নিজ পিতামাতার স্মরনার্থে কিয়াম ছিরাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পুরাতন কুষ্টিয়া হাই স্কুলে নিজ অর্থায়নে বিজ্ঞান ভবন তৈরি করে দিয়েছেন।
তিনি ২০০০, ২০০২ ও ২০০৪ সালে চেম্বারের সভাপতি নির্বাচিত হন। নিজ অর্থায়নে আধুনিক অডিটরিয়াম সহ ৭ কক্ষ বিশিষ্ট পুর্নাঙ্গ চেম্বার ভবনের কাজ সম্পন্ন করেছেন। তিনি একাধিকবার এফ বি সি সি আই এর সদস্য নির্বাচিত হন। তিনি তার উৎপাদনের গুনগতমান ও সফলতার নিদর্শন স্বরুপ ১৯৯৭ সালে শের-ই-বাংলা জাতীয় শিল্প একাডেমী স্বর্ন পদক ভূষিত হন। ১৯৯৭-৯৮ জাতীয় রপ্তানী ট্রফি স্বর্নপদক লাভ করেন। বাংলাদেশ এডুকেশন স্কলারশীপ ট্রাষ্ট স্বর্নপদক, ২০০১ সালে শহীদ সোহরাওয়ার্দি জাতীয় পুরস্কার লাভ করেন। আন্তর্জাতিক অঙনে গৌরবময় আর্ক অব এর ১০ম গোল্ডেন আমেরিকা এওয়ার্ড লাভ করেন। তিনি বাংলাদেশ সরকার কতৃক ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৬, ও ২০০৫ সালে সি আই পি মনোনীত হন।
তিনি ২০০০, ২০০২ ও ২০০৪ সালে চেম্বারের সভাপতি নির্বাচিত হন। নিজ অর্থায়নে আধুনিক অডিটরিয়াম সহ ৭ কক্ষ বিশিষ্ট পুর্নাঙ্গ চেম্বার ভবনের কাজ সম্পন্ন করেছেন। তিনি একাধিকবার এফ বি সি সি আই এর সদস্য নির্বাচিত হন। তিনি তার উৎপাদনের গুনগতমান ও সফলতার নিদর্শন স্বরুপ ১৯৯৭ সালে শের-ই-বাংলা জাতীয় শিল্প একাডেমী স্বর্ন পদক ভূষিত হন। ১৯৯৭-৯৮ জাতীয় রপ্তানী ট্রফি স্বর্নপদক লাভ করেন। বাংলাদেশ এডুকেশন স্কলারশীপ ট্রাষ্ট স্বর্নপদক, ২০০১ সালে শহীদ সোহরাওয়ার্দি জাতীয় পুরস্কার লাভ করেন। আন্তর্জাতিক অঙনে গৌরবময় আর্ক অব এর ১০ম গোল্ডেন আমেরিকা এওয়ার্ড লাভ করেন। তিনি বাংলাদেশ সরকার কতৃক ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৬, ও ২০০৫ সালে সি আই পি মনোনীত হন।
২০১৬-১৭ অর্থ বছরে কর বাহাদুর হয়েছেন বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান ও তার পরিবার।