ফকির লালন শাঁইজী তাঁর জীবদ্দশায় ফাল্গুন মাসের দোল পূর্ণিমার রাতে খোলা মাঠে শিষ্যদের নিয়ে সারারাত ধরে গান বাজনা করতেন। সেই ধারাবাহিকতায় এখনো লালন একাডেমীর প্রতি বছর ফাল্গুন মাসের দোল পূর্ণিমার রাতে তিনদিন ব্যাপী লালন স্মরণোৎসব এর আয়োজন করে থাকে কিন্তু প্রবিত্র মাহে রমজানের কারণে এবার সবকিছু শিথিল করেছেন প্রশাসন।
বাউল সম্ব্রাট ফকির লালন শাহ এর স্মরণোৎসব ২০২৪ উদযাপন উপলক্ষে লালন একাডেমী মিলনায়তনে ২৪শে মার্চ ২০২৪ইং, ১০শে চৈত্র ১৪৩০ রবিবার বিকাল তিনটায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে (বিকাল ৩টা থেকে ৫টা)। সাধুদের জন্য ইফতারি এবং পূর্ণ সেবার মাধ্যমে একদিনের লালন স্মরণোৎসব ২০২৪ শেষ হবে। উন্মুক্ত গান এবং লালন মেলা বন্ধ থাকবে।
কুষ্টিয়া জেলা প্রশাসক এর পক্ষ হতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং উক্ত সভাই আপনি সবান্ধব আমন্ত্রিত।
প্রধান অতিথিঃ- |
জনাব মোঃ মাহবুবউল আলম হানিফ |
বিশেষ অতিথিঃ- |
জনাব আব্দুর রউফ জনাব এ এইচ এম আব্দুর রকিব জনাব মোঃ সদর উদ্দিন খান জনাব মোঃ আজগর আলী |
আলোচকঃ- |
অ্যাডভোকেট লালিম হক |
সভাপতিঃ- |
জনাব মোঃ এহেতেশাম রেজা |