আমি কুল হারা কলঙ্কিনী
আমি কুল হারা কলঙ্কিনী
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।
প্রেম করলাম প্রাণ বন্ধুর সনে
যে দুঃখ পেয়েছি মনে
আমার কেঁদে যায় দিন রজনী
আমারে কেউ ছোইয়ো না গো সজনী
আমি কুল হারা কলঙ্কিনী
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।
প্রেম করা যে স্বর্গের খেলা
বিচ্ছেদ অনল রকম জ্বালা.
আমার মন জানে আমি জানি ।।
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।।
আমি কুল হারা কলঙ্কিনী।।
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।।
সখি আমার উপায় বলো না,
এ জীবনে দূর হলো না।।
বাউল করিমের পেরেশানী,
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।।
আমি কুল হারা কলঙ্কিনী।।
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।।
রচনাঃ বাউল শাহ্ আব্দুল করিম। শিল্পীঃ- চন্দনা মজুমদার