দয়াল চাঁদ মোর দিচ্ছে খেওয়া অপার সাগরে
আয় কে যাবি ওপারে
দয়াল চাঁদ মোর দিচ্ছে খেওয়া
অপার সাগরে।।যে দিবে ওই নামের দোহাই
তাঁরে দয়া করবেন গো সাঁই
এমন দয়াল আর কেহই নাই
ভবসংসারে।।পার করে সে জগত বেড়ি
লয় (নেয়) না কারো পারের কড়ি
সেরে শুরে মনের দেড়ি
ভাব দেনা তাঁরে।।ঐ চরণে দিয়ে ভার
কত পাপী হইল পার
সিরাজ সাঁই কয় লালন তোমার
মনের বিগার যায় না রে।।
শিল্পীঃ- জানিব ফকির