লয়ে গো ধন গোষ্ঠের কানন চল গোকুল বিহারী
লয়ে গো ধন গোষ্ঠের কানন চল গোকুল বিহারী
গোষ্ঠে চল হরি মুরালী।।
ওরে ও ভাই পেলে সোনা চরণে নূপুরও নিনা
মাথায় মোহনচূড়া দেনা ধরা পড় বংশীধারী।
তুই আমাদের সঙ্গে যাবি বনফল সব খেতে পাবি
আমরা মলে তুই বাঁচাবি তাই তোকে সঙ্গে করি।
যে তরাবে এ ত্রিভূবন সেই যাবে গোষ্ঠের কানন
ঠিকরে ভ্রমণ অভয় চরণ লালন ঐ চরণের ভিখারী।।
শিল্পীঃ রব ফকির (Rob Fakir):