Select your language

বনে এসে হারালাম কানাই
বনে এসে হারালাম কানাই

কি বলবো মা যশোদায়

বনে এসে হারালাম কানাই
কি বলবো মা যশোদায়।।

খেললাম সবে লুকোলুকি
আবার হলো দেখাদেখি।
কানাই গেল কোন মুল্লুকি
খুঁজে নাহি পাই।।

শ্রীদাম বলে নেবো খুঁজে
লুকাবে কোন বন মাঝে।
বলাই দাদা বলে বুঝি সে
দেখা দেয় না ভাই।।

সুবল বলে প’লো মনে
বলেছিল একইদিনে।
যাবে গুপ্ত বৃন্দাবনে
গেলো বুঝি তাই।।

খুঁজে খুঁজে হলাম সারা
কোথা গেলি মনচোরা।
আর বুঝি দিবি না ধরা
লালন বলে কি হলো হায়।।

শিল্পীঃ মামুন নদীয়া (Mamun Noida):

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন