পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার
জম্মে যে জন পাপ করে না
ভাগি নয় সে করুনার
পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার।।
পাপ না করলে মাফ করবে কি তক্তে তুমি বসিয়া
মাফ না করলে রাহমানি নাম যাবে তোমার মুছিয়া।।
তবে পুণ্য করে কাজ কি আছে তোর কাছে হাত পাতিবার
পাপির আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার।।
দুর্বলেরই বন্ধু তুমি সবলের ত কিছুই না
প্রবল করে জনম ভরে একদিন স্মরণ করে না।।
অধম যেনে নাও গো টেনে খুলে তোমার রুদ্ধদ্বার
পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার।।
সমাধির ঐ পূর্ণ গর্ভে দেহ যখন হইবে নীল
আর কি বাকি থাকবে আমার আসতে ভবে কোনদিন।।
কাতরে কয় জালাল উদ্দিন এইখেলা পাতিস না আর
পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার।।
কথাঃ- জালাল উদ্দিন খাঁ
শিল্পীঃ- বারী সিদ্দিকী