Select your language

এমন দিন কি হবে রে আর
এমন দিন কি হবে রে আর

খোদা সেই করে গেল রসুল রূপে অবতার

খোদা সেই করে গেল রসুল রূপে অবতার
এমন দিন কি হবে রে আর।।

আদমের রূহ সেই
কেতাবে শুনিলাম তাই।
নিষ্ঠা যার হলো রে ভাই
মানুষ মুর্শিদ করলো সার।।

খোদ সুরতে পয়দা আদম
এও জানা যায় অতি মরম।
আকার নাই যার সুরত কেমন
লোকে বলে তাও আবার।।

আহম্মদের নাম লিখিতে
মিম নফি হয় তার কিসিতে।
সিরাজ সাঁই কয় লালন তাতে
কিঞ্চিৎ নজির দেখ তার।।

শিল্পীঃ- আরিফ বাউল

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন