Select your language

অবোধ মন রে তোমার হলো না দিশে
অবোধ মন রে তোমার হলো না দিশে

এবার মানুষের করণ হবে কিসে

অবোধ মন রে তোমার হলো না দিশে।
এবার মানুষের করণ হবে কিসে।।

কোনদিন আসবে যমের চেলা
ভেঙ্গে যাবে ভবের খেলা
সেদিন হিসাব দিতে বিষম জ্বালা
ঘটবে শেষে।।

উজান ভেটেন দুটি পথ
ভক্তি-মুক্তির করণ সেতো
এবার তাতে যায় না জরা-মৃত
যমের ঘর সে।।

যে পরশে পরশ হবি
সে করণ আর কবে করবি
দরবেশ সিরাজ সাঁই কয় লালন রলি
ফাঁকে বসে।।

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন