প্রয়োজনে ফোন করুন:
+88 01978 334233

ভাষা পরিবর্তনঃ

Cart empty

হজরত মালেক-উল-গাউস (রঃ) মাজার শরিফ

Share
(পড়তে সময় লাগবেঃ-: 1 - 2 minutes)

কোন এক সময় বর্ণিত দর্শনীয় স্থানে সূফি দরবেশ হজরত মালেক-উল-গাউস (রঃ) তাঁর আস্তানা গড়ে তুলে ইসলাম প্রচার শুরু করেন।

তাঁর জনপ্রিয়তায় ক্ষুদ্ধ হয়ে রাজা গৌরগবিন্দ তাকে বিতারিত করার জন্য চেষ্টা চালাতে থাকে এর মধ্যে রাজার মেয়ে অম্রবুচী নিজেই ইসলাম ধর্ম গ্রহন করেন। ইহাতে রাজা আরও বেশি ক্ষুদ্ধ হয় এবং তাকে চিরতরে মারার জন্য তার বিশাল সৈন্য বাহিনী প্রেরণ করেন। অলৌকিক ক্ষমতার অধিকারী দরবেশকে তার সৈন্য বাহিনী মারতে ব্যার্থ হয়, উপরোন্ত রাজার সৈন্য বাহিনী মারা যায় এবং রাজার রাজপ্রাসাদ মাটির নীচে বিলীন হয়ে যায়।

যার ধবংসাবশেষ এখনও কালের সাক্ষি হয়ে অত্র ইউনিয়নের কালুপোল গ্রামে দর্শনীয় হয়ে আছে। এর কিছু দিন পর দরবেশ মালেক-উল-গাউস (রঃ) ইহলোক ত্যাগ করেন।

কিভাবে যাওয়া যায়:

সরাসরি চুয়াডাঙ্গা জেলা সদর হতে খাড়া পূর্ব দিকে বাস, মিসুক, ইজিবাইক এর মাধমে সরোজগঞ্জ বাজার, সরোজগঞ্জ বাজার হতে দক্ষিণ দিকে ১০.০০ কিলোমিটার দূরে কালুপোল ও খাড়াগোদা বাজার হয়ে ঐতিহাসিক গড়াইটিপি অম্রবুচী মেলার মাঠে গেলে মাজারে পৌছে যাবেন।

মন্তব্য
মানুষ এবং সমাজের ক্ষতিসাধন হয় এমন মন্তব্য হতে বিরত থাকুন।


Close
আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে গেছে। বর্তমানে আমাদের শুধু টুইটার রয়েছে।

নতুন তথ্য

আমাদের ঐতিহ্য নতুন তথ্য

® সর্ব-সংরক্ষিত কুষ্টিয়াশহর.কম™ 2014-2023

1625537
আজকের ভিজিটরঃ আজকের ভিজিটরঃ 142

প্রতিষ্ঠাতা এবং প্রকাশকঃ- মোঃ সালেক উদ্দিন শেখ

We Bangla

Go to top