লালন গীতি
ফকির লালন শাঁহ (Fakir Lalon Shah) লালন গীতি (Lalon Geeti)
লালন (জন্ম: ১৭৭৪ খ্রি. - মৃত্যু: ১৭ অক্টোবর, ১৮৯০ খ্রি.) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ‘বাউল-সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তাঁর গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে।
-
যে পথে সাঁই চলে ফেরে
তার খবর কে করে
যে পথে সাঁই চলে ফেরে
তার খবর কে করে।।
-
গোষ্ঠে চল হরি মুরালী
লয়ে গো ধন গোষ্ঠের কানন চল গোকুল বিহারী
লয়ে গো ধন গোষ্ঠের কানন চল গোকুল বিহারী
গোষ্ঠে চল হরি মুরালী।।
-
ধন্য আশেকিজনা এ দীন দুনিয়ায়
আশেক জোরে গগণের চাঁদ পাতালে নামায়
ধন্য আশেকিজনা এ দীন দুনিয়ায়
আশেক জোরে গগণের চাঁদ পাতালে নামায়।।
সুঁইছিদ্রে চালায় হাতি
-
ভোজবাজি
আমি দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার
দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার
দেখতে দেখতে কেবা কোথা যায়। -
কি হবে আমারো গতি
দয়াল কি হবে আমারো গতি
কি হবে আমারো গতি
দয়াল কি হবে আমারো গতি
কি হবে আমারো গতি। -
গোষ্ঠে আর যাব না মাগো
দাদা বলাই এর সনে
বলাই দাদার দয়া নাই প্রাণে।
গোষ্ঠে আর যাব না মাগো
দাদা বলাই এর সনে ।। -
দেখে এলাম রঙ মহল ঘরে
অচিন দলে কলমের চারায়
দেখে এলাম রঙ মহল ঘরে
অচিন দলে কলমের চারায় -
চরণ পাই যেন কালা-কালে
ফেলো না ও তোর অধম বলে
চরণ পাই যেন কালা-কালে।
ফেলো না ও তোর অধম বলে।। -
বনে এসে হারালাম কানাই
কি বলবো মা যশোদায়
বনে এসে হারালাম কানাই
কি বলবো মা যশোদায়।। -
আর আমারে মারিসনে মা
ননী চুরি আর করবো না
বলি মা তোর চরণ ধরে
ননী চুরি আর করবো না।। -
ভজ মুরশিদের কদম এই বেলা
যার পিয়ালা হৃদ্-কমলা ক্রমে হবে উজালা
ভজ মুরশিদের কদম এই বেলা।
যার পিয়ালা হৃদ্-কমলা ক্রমে হবে উজালা।। -
অনাদির আদি শ্রী কৃষ্ণ নিধি
তার নাই কভূ গোষ্ঠ খেলা
অনাদির আদি শ্রী কৃষ্ণ নিধি
তার নাই কভূ গোষ্ঠ খেলা। -
পার করো হে দয়াল চাঁদ আমারে - ক্ষম অপরাধ
ক্ষম হে অপরাধ আমার এ ভব-কারাগারে
এসে পার করো হে দয়াল চাঁদ আমারে
ক্ষম হে অপরাধ আমার
এ ভব-কারাগারে।। -
চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে
চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে।। -
আমি মূল হারালাম লাভ করতে এসে
দিনে ভাঙ্গা নায় বোঝাই ঠেসে
আমি মূল হারালাম লাভ করতে এসে
দিনে ভাঙ্গা নায় বোঝাই ঠেসে৷৷ -
আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় - ঘোর সংকট
পারে লয় যাও আমায়
পারে লয় যাও আমায়
আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়।। -
সব লোকে কয় লালন কি জাত সংসারে
লালন বলে জাতের কি রূপ
সব লোকে কয় লালন কি জাত সংসারে
লালন বলে জাতের কি রূপ
দেখলাম না এই নজরে।। -
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে।। -
ফকির লালন শাইজির ১২৫তম তিরোধান দিবস
125th Departure Day Of Fakir Lalon Shah
ফকির লালন শাইজি শিষ্যদের বললেন, আমি চললাম। লালন চাঁদর মুড়ি দিয়ে বিশ্রাম নিলেন, শিষ্যরা মেঝেতে বসে থাকলেন। এক সময় লালন কপালের চাঁদর সরিয়ে বললেন, তোমাদের আমি শেষ গান শোনাব।
-
তিন পাগলে হলো মেলা নদে এসে
তোরা কেউ যাস নে ও পাগলের কাছে
তোরা কেউ যাস নে ও পাগলের কাছে
তিন পাগলে হলো মেলা নদে এসে॥
Page 12 of 14