লালন গীতি
ফকির লালন শাঁহ (Fakir Lalon Shah) লালন গীতি (Lalon Geeti)
লালন (জন্ম: ১৭৭৪ খ্রি. - মৃত্যু: ১৭ অক্টোবর, ১৮৯০ খ্রি.) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ‘বাউল-সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তাঁর গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে।
-
বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি
যার জন্য হয়েছি রে দণ্ডধারী
বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি।
যার জন্য হয়েছি রে দণ্ডধারী।। -
এমন দিন কি হবে রে আর
খোদা সেই করে গেল রসুল রূপে অবতার
খোদা সেই করে গেল রসুল রূপে অবতার
এমন দিন কি হবে রে আর।। -
দয়াল নিতাই কারো ফেলে যাবে না
ধরো চরণ ছেড়ো না
দয়াল নিতাই কারো ফেলে যাবে না
ধরো চরণ ছেড়ো না।। -
আর কি বসবো এমন
সাধুর সাধবাজারে
আর কি বসবো এমন সাধুর সাধবাজারে।
না জানি কোন সময় কী দশা হয় আমারে ।। -
সমুদ্রের কিনারে থেকে
ওরে বিধি হায়রে বিধি
সমুদ্রের কিনারে থেকে
জল বিনে চাতকী ম’লো। -
মনের নেংটি এঁটে করো রে ফকিরী
আমানতের ঘরে মনা হয় না যেনো চুরি
মনের নেংটি এঁটে করো রে ফকিরী
আমানতের ঘরে মনা হয় না যেনো চুরি।। -
আমি কোন সাধনে তারে পাই
আমার জীবনের জীবন সাঁই
আমি কোন সাধনে তারে পাই।
আমার জীবনের জীবন সাঁই।। -
বসত বাড়ির ঝগড়া কেজে
আমার তো কই মিটলো না
বসত বাড়ির ঝগড়া কেজে
আমার তো কই মিটলো না।
কার গোয়ালে কে দেয় ধূমা
সব দেখি তা না না না।। -
মন আমার কিছার গৌরব করছ ভবে
দেখ না রে সব হাওয়ার খেলা
মন আমার কিছার গৌরব করছো ভবে।
দেখ না রে সব হাওয়ার খেলা,
হাওয়া বন্ধ হতে দেরি কি হবে।।
-
কারে দিব দোষ নাহি পরের দোষ
আপন মনের দোষে আমি পলাম রে ফেরে
কারে দিব দোষ নাহি পরের দোষ।
আপন মনের দোষে আমি পলাম রে ফেরে।
আমার মন যদি বুঝিত, লোভের দেশ ছাড়িত
লয়ে যেত আমায় বিরজা পারে৷৷ -
এসব দেখি কানার হাট বাজার - হাট বাজার
বেদ বিধির পর শাস্ত্র কানা
এসব দেখি কানার হাট বাজার
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার।। -
কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে
আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি তার ভেধ জানে
আছেন কোথায় স্বর্গপুরে
কেউ নাহি তার ভেধ জানে -
গৌর প্রেম করবি যদি ও নাগরী
কূলের গৌরব আর কোরনা
গৌর প্রেম করবি যদি ও নাগরী
কূলের গৌরব আর কোরনা।
-
বাউল সম্রাট ফকির লালন শাঁইজীর ১২৭তম তিরোধান দিবস
127th Departure Day Of Fakir Lalon Shah
তিনি ১লা কার্ত্তিক ১২৯৭ বঙ্গাব্দ মোতাবেক ১৭ অক্টোবর ১৮৯০ খ্রিষ্টাব্দে মারা যান এবং তিনি বেঁচে ছিলেন ১১৬ বছর।
-
কারে বলছো মাগী মাগী
সে বিনে (ঘাট) এড়াইতে পারে কোন বা মহৎ যোগী
সে বিনে (ঘাট) এড়াইতে পারে কোন বা মহৎ যোগী।।
-
কর সাধনা মায়ায় ভুলোনা
মায়াতে ভুললে পরে রতন মিলেনা
কর সাধনা মায়ায় ভুলোনা
মায়াতে ভুললে পরে রতন মিলেনা।। -
যার ভাবে মুড়েছি মাথা
সে জানে আর আমি জানি
সে জানে আর আমি জানি
আর কে জানে মনের কথা।। -
জান গা পদ্ম নিরূপণ
কোন পদ্মে গুরুর আসন
কোথায় জীবের স্থিতি
কোন পদ্মে গুরুর আসন।। -
মানুষ লুকালো কোন শহরে
এবার মানুষ খুইজে পাইনা তারে
এবার মানুষ খুইজে পাইনা তারে
মানুষ লুকালো কোন শহরে।। -
বিনা পাগালে গড়িয়ে কাঁচি করছো নাচানাচি
ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি
বিনা পাগালে গড়িয়ে কাঁচি করছো নাচানাচি
ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি।।
Page 6 of 14