বাউল সাধক প্রাচীন বাউল কালা শাহ আনুমানিক ১৮২০ সালে সুনামগঞ্জের জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধাইপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা তমিজ বেপারি।
কালা শাহ বাংলাদেশের প্রথম সারির বাউল ছিলেন। তাঁর ভক্ত বৃন্দের সংখ্যা ছিলো অসংখ্য। তাঁর তিনটি গানের সংকলন প্রকাশিত হয়েছে।
এগুলো হচ্ছে : প্রেম তরঙ্গ, রত্ম সাগর ও আনন্দ সাগর । তিনি প্রায় চার শতাধিক গান লিখেছেন। তাঁর জন্ম-মৃত্য প্রসঙ্গে দিরাইয়ের বাউল গীতিকার সয়াল শাহের তথ্যানুযায়ী, কালা শাহ দেড়শ বছর জীবিত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের বছর দুয়েক আগে মারা যান অর্থ্যাৎ ১৯৬৯ সালে।
তাঁর লেখা গানগুলিকে জনপ্রিয়তার জন্য ফকীর শাহাবুদ্দীন, মমতাজ, বারী সিদ্দিক সহ অনেকে ভূমিকা পালন করে যাচ্ছে।