রুপ ভাড়ায়ে দেশ বেড়ায়ে গেলেন সেই দয়াময়
রাছুলকে চিনলে পরে খোদা চিনা যায়।।
রুপ ভাড়ায়ে দেশ বেড়ায়ে
গেলেন সেই দয়াময়।।রাসুলের পথে ঘাটে
মেঘে রয় যে ছায়া ধরে
দেখ দেখি লেহাজ করে
জীবরে কি সেই দরজা হয়।।জন্মে যার এই মানবে
ছায়া তার পড়ে নাই ভূমে
দেখ দেখি তাই বর্তমানে
কে এল এই মদিনায়।।আহাম্মদ নাম লিখিতে
মিমি হরফ হয় নফি করতে
সিরাজ সাঁই কয় লালন তোকে নজীর দেখায়।।
শিল্পীঃ- সুফিয়া কাঙালিনী