নিজেকে পুড়িয়ে প্রদীপ জ্বেলে
আমি এমনি করে তোমায় ভালোবাসবো
নিজেকে পুড়িয়ে প্রদীপ জ্বেলে
তোমার মুখে হাঁসি ফুটাবো
তোমায় ভালোবাসবো।
আমি এমনি করে তোমায় ভালোবাসবো।
যা কিছু আমার দেব উজাড় করে
চায়নি বদলে সুখ তোমার তরে।।
যাতনা শোধ দিলে বাকী
জীবন কাঁটিয়ে দেব।
আমি এমনি করে তোমায় ভালোবাসবো।
শত বেদনার জ্বালা চাপা দিয়ে
সারাটি জীবন আমি যাব সয়ে।।
মরণের পড়ে মাটির বাঁশর ঘরে
শত কাঁটার মালা দিয়ো ঘরে।।
এ পাওয়া চরম পাওয়া
নিভ্রত প্রেম করে যাবো
আমি এমনি করে তোমায় ভালোবাসবো।
নিজেকে পুড়িয়ে প্রদীপ জ্বেলে
তোমার মুখে হাঁসি ফুটাবো।
তোমায় ভালোবাসবো।
তোমায় ভালোবাসবো।
তোমায় ভালোবাসবো।
শিল্পীঃ মামুন নদীয়া (Mamun Noida):