তার নাই কভূ গোষ্ঠ খেলা
অনাদির আদি শ্রী কৃষ্ণ নিধি
তার নাই কভূ গোষ্ঠ খেলা।
ব্রহ্মারুপে সে,
অটলে বসে,
লীলাকারী তার অংশ কলা।
পূর্ণচন্দ্র রসিক সুজন,
শক্তিতে উদয় শক্তিতে সৃজন।
মহা ভাবে করে সর্বচিত্তে আকর্ষণ,
বেহুদাগামে তারে বিষ্ণু বলা।।
সত্য সত্য বেহুদাগামে কয়,
শচীনন্দরুপ পরম ব্রহ্মা হয়।
জন্ম মৃত্যু যার এ ভবের উপর,
সে তো নয় স্বয়ং নন্দনালা।।
গুরুর কৃপাতে কোন ভাগ্যবান,
দেখেছে সে রুপ পেয়ে চক্ষু দান।
সে রুপ দেখে সদা হয় অজ্ঞান,
লালন কয়, সে তো প্রেমের ভোলা।।
শিল্পীঃ মামুন নদীয়া (Mamun Noida):